
দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি রাশমিকা মন্দানা ও বিজয় দেবরাকোন্ডা আবারও আলোচনায়। বহুবার প্রেমের গুঞ্জনে শিরোনামে আসলেও সম্পর্ক নিয়ে সবসময় নীরব থেকেছেন দু’জন। তবে একসঙ্গে ছুটি কাটানো থেকে শুরু করে ঘন ঘন জনসমক্ষে উপস্থিত হওয়া—সবকিছুই ভক্তদের কৌতূহল বাড়িয়েছে।
সর্বশেষ রাশমিকার আঙুলে ঝকঝকে আংটি দেখে নতুন করে শুরু হয়েছে বাগদানের গুঞ্জন। দুবাই বিমানবন্দরে সাদা শার্ট, নীল জিনস আর কালো সানগ্লাসে ধরা দেন তিনি। এসময় তার হাতে দেখা যায় আংটি, যা মুহূর্তেই আলোচনায় আসে। তবে একই দিন সন্ধ্যায় এক ইভেন্টে অংশ নিতে গিয়ে আংটিটি আর দেখা যায়নি। ফলে ভক্তদের রহস্য আরও গভীর হয়েছে।
সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে নিউ ইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে একসঙ্গে হাজির হন বিজয়–রাশমিকা। হাত নেড়ে ভক্তদের শুভেচ্ছা জানানোর সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। ভক্তদের সবচেয়ে উচ্ছ্বসিত করেছে সেই দৃশ্য, যখন প্যারেডে কিছু সময়ের জন্য তাদের হাত ধরাধরি করতে দেখা গেছে। এতে সম্পর্কের গুঞ্জন আরও জোরদার হয়েছে।

বিজয় ইনস্টাগ্রামে অনুষ্ঠান শেষে লিখেছিলেন, “অপরিসীম সম্মান! স্বাধীনতা দিবসে ভারতীয় তেরঙায় রাঙানো হলো এম্পায়ার স্টেট বিল্ডিং। এই অভিজ্ঞতা সত্যিই অসাধারণ।”
শোনা যাচ্ছে, খুব শিগগিরই ‘ভিডি–১৪’ ছবিতে আবারও একসঙ্গে দেখা যাবে রাশমিকা ও বিজয়কে। এর আগে তারা জুটি বেঁধে অভিনয় করেছেন ব্লকবাস্টার ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’-এ।
সূত্র: টাইমস নাউ