রোনালদোর জোড়া গোল আর দুর্দান্ত পারফরম্যান্সে আর্মেনিয়াকে তাদের মাঠেই ৫-০ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপ বাছাই মিশন শুরু করেছে পর্তুগাল।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে ম্যাচের শুরুতে প্রয়াত পর্তুগিজ তারকা দিয়োগো জোটার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মাঠে নেমে দাপট দেখিয়ে খেলে ২৪টি শট নেয় অতিথিরা, যেখানে স্বাগতিকরা নিতে পারে মাত্র ৭টি।
১০ মিনিটে জোয়াও ফেলিক্সের হেডে প্রথম গোল আসে পর্তুগালের, ২১ মিনিটে রোনালদোর দারুণ ফিনিশিংয়ে ব্যবধান হয় দ্বিগুণ। ৩২ মিনিটে জোয়াও ক্যান্সেলো করেন তৃতীয় গোল। বিরতিতে ৩-০ তে এগিয়ে যায় পর্তুগাল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪০ গজ দূর থেকে দুর্দান্ত শটে রোনালদো করেন নিজের দ্বিতীয় গোল, ৬১ মিনিটে ফের ফেলিক্সের শটে ব্যবধান দাঁড়ায় ৫-০।
এ জয়ে শুধু তিন পয়েন্ট নয়, প্রয়াত সতীর্থ জোটার প্রতি আবেগঘন শ্রদ্ধাও জানালো পর্তুগাল দল।




























