রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ৭ সেপ্টেম্বর ২০২৫, ৯:০০ অপরাহ্ন
শেয়ার

মানুষের জন্য কাজ না করলে আবারও ‘জুলাই গণ-অভ্যুত্থান’ হবে: অর্থ উপদেষ্টা


Salehuddin


অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ফাইল ছবি

মানুষের জন্য কাজ না করলে রাজনীতিবিদদের আবারও ‌‘জুলাই গণ-অভ্যুত্থান’ দেখতে হবে বলে সতর্ক করেছেন প্রধান উপদেষ্টার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

রবিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীতে ‘বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

ড. সালেহউদ্দিন বলেন, “অনেকে সমালোচনা করেন, বলেন দেশে কিছুই হচ্ছে না। আসলে তা ঠিক নয়। আমরা সাধ্যমতো কাজ করে যাচ্ছি। তবে রাজনৈতিক সদিচ্ছা ও সহযোগিতা ছাড়া কোনো সংস্কার টেকসই হবে না, সবই বিফলে যাবে।”

তিনি আরও বলেন, স্বজনপ্রীতি ও দুর্নীতি না থাকলে এবং ভালো রাজনৈতিক চর্চা থাকলে দেশ অনেক দূর এগিয়ে যেত। এনবিআর সংস্কার করতে গিয়ে অনেকেই আমাকে পাগল বলেছেন। কর্মীরা আন্দোলন করেছেন, লবিং করেছেন- কিন্তু কোথাও কোনো পাত্তা পাননি।

সরকারের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার কোনো বাহবা চাইছে না। তবে দেশের জন্য যৌক্তিক কাজে অন্তত সহযোগিতা করুন।

অর্থ উপদেষ্টা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মানুষের জন্য কাজ না করলে রাজনীতিবিদদের আবারও জুলাই গণ-অভ্যুত্থানের মতো পরিস্থিতির মুখোমুখি হতে হবে।