
প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ও শাহরুখ খান
ভারতীয় সিনেমার তারকাদের প্রতি ভালোবাসা এখন শুধু ভারত বা দক্ষিণ এশিয়াতেই সীমাবদ্ধ নেই। সাংস্কৃতিক বিনিময়ের বিশ্বায়নের ঢেউ দক্ষিণ কোরিয়াতেও পৌঁছে দিয়েছে বলিউডকে। কে-ড্রামা ও কে–পপ যেমন বিশ্বজুড়ে ঝড় তুলেছে, তেমনি দক্ষিণ কোরিয়ার দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন কিছু ভারতীয় তারকাও। রূপ, প্রতিভা আর অভিনয়ের বৈচিত্র্য দিয়ে তাঁরা জয় করেছেন সীমান্ত পেরোনো জনপ্রিয়তা।
শাহরুখ খান
‘কিং অব বলিউড’ খ্যাত শাহরুখ খানের ভক্ত বিশ্বজুড়েই ছড়িয়ে আছে। দক্ষিণ কোরিয়াও তার ব্যতিক্রম নয়। তাঁর রোমান্টিক ছবি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ আর ‘মাই নেম ইজ খান’ কোরিয়ান দর্শকের মনে গভীর দাগ কেটেছে। ফলে সেখানে গড়ে উঠেছে বিশাল এক ফ্যানবেস।

আমির খান
আমির খান
সামাজিক বার্তাবহ চলচ্চিত্রের জন্য পরিচিত আমির খান কোরিয়ায় বিপুল জনপ্রিয়তা পান ‘থ্রি ইডিয়টস’ ছবির মাধ্যমে। শিক্ষা-চাপ ও বন্ধুত্বের মতো সার্বজনীন বিষয় কোরিয়ান তরুণদের সঙ্গে দারুণভাবে মিলে গেছে। পরে ‘দঙ্গল’ ছবিতে তাঁর অনুপ্রেরণাদায়ক চরিত্র তাঁকে কোরিয়ায় আরও বেশি প্রশংসিত করেছে।
সালমান খান
অ্যাকশনধর্মী ছবির নায়ক হিসেবে সালমান খান পরিচিতি পান কোরিয়ান দর্শকের কাছেও। ‘বজরঙ্গি ভাইজান’ আর ‘সুলতান’ তাঁকে সেখানে পৌঁছে দিয়েছে ঘরের মানুষের মতো মর্যাদায়। পরিবার, মানবিকতা ও আবেগঘন চরিত্রে তাঁকে ঘিরে কোরিয়ান দর্শকের আলাদা টান তৈরি হয়েছে।

সালমান খান
হৃতিক রোশন
চমকপ্রদ নাচ ও সুদর্শন ব্যক্তিত্বের কারণে হৃতিক রোশন দক্ষিণ কোরিয়ায় আলাদা ভক্তগোষ্ঠী তৈরি করেছেন। ‘কৃষ’ আর ‘জোধা আকবর’ ছবিতে তাঁর অভিনয় বহুমুখিতা দেখিয়েছে, আর তাঁর নাচের ভিডিও কোরিয়ান সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয়।

হৃতিক রোশন
প্রিয়াঙ্কা চোপড়া জোনাস
ভারতীয় অভিনেত্রীদের মধ্যে দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে পরিচিত নাম প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। বলিউড ছাড়াও হলিউড চলচ্চিত্র ও আন্তর্জাতিক টিভি সিরিজে অভিনয়ের কারণে কোরিয়ান দর্শকদের কাছেও তিনি পরিচিত মুখ। তাঁর সাহসী ও আত্মবিশ্বাসী ইমেজ তরুণ ভক্তদের মনে দারুণ সাড়া ফেলেছে।
সূত্র: ডিএনএ ইন্ডিয়া