
ভারতীয় সিনেমার নতুন সুপারহিরো থেকে শুরু করে হলিউডের ব্লকবাস্টার কিংবা বক্স অফিসে ব্যর্থ ও সমালোচিত- এই পাঁচটি চলচ্চিত্র প্রমাণ করেছে, নারী সুপারহিরো কেবল শক্তিশালী নন, বরং জটিল ও অবিস্মরণীয় চরিত্রেও পরিণত হতে পারেন।

১. লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্র (২০২৫)
ডমিনিক অরুণ পরিচালিত মালয়ালাম ভাষার এই নারী-নেতৃত্বাধীন সুপারহিরো চলচ্চিত্রে অভিনয় করেছেন কাল্যাণী প্রিয়দর্শন। লোকাহ সিনেমাটিক ইউনিভার্স গড়ার প্রথম উদ্যোগ হিসেবে এটি প্রশংসিত হয় ভিজ্যুয়াল, গল্পগঠন এবং ভারতীয় স্বাদের সুপারহিরো রূপায়ণে। মুক্তির পর বক্স অফিসেও সাফল্য পায়।

২. ইলেক্ট্রা (২০০৫)
‘ডেয়ারডেভিল’ এর স্পিন-অফ এই সিনেমায় হত্যাকারী নায়িকা ইলেক্ট্রা ন্যাচিওস চরিত্রে অভিনয় করেছেন জেনিফার গার্নার। রব বোম্যান পরিচালিত ছবিটি বাণিজ্যিকভাবে খুব সফল না হলেও, মার্ভেলের নারী সুপারহিরো চরিত্রকে সামনে আনার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গার্নারের অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়।

৩. ব্ল্যাক উইডো (২০২১)
মার্ভেলের দীর্ঘ প্রতীক্ষিত এই একক সিনেমায় স্কারলেট জোহানসনকে দেখা যায় নাতাশা রোমানোফ চরিত্রে। কেট শর্টল্যান্ড পরিচালিত ছবিটি করোনা মহামারির সময় থিয়েটার ও স্ট্রিমিং-দুটো মাধ্যমে মুক্তি পায়। গুপ্তচর কাহিনি, অ্যাকশন ও আবেগঘন অতীতের মিশেলে এটি ২০২১ সালের অন্যতম বৈশ্বিক হিট হয়ে ওঠে।

৪. ওয়ান্ডার ওম্যান (২০১৭)
প্যাটি জেনকিন্স পরিচালিত ও গাল গ্যাডট অভিনীত ‘ওয়ান্ডার ওম্যান’ নারী-নেতৃত্বাধীন সুপারহিরো ছবির ক্ষেত্রে মাইলফলক। সমালোচক প্রশংসা ও বক্স অফিস সাফল্যের পাশাপাশি এটি প্রমাণ করে, নারীকে কেন্দ্র করে নির্মিত বড় বাজেটের সুপারহিরো সিনেমাও দর্শকের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পেতে পারে।

৫. ক্যাটউওম্যান (২০০৪)
হ্যালি বেরি অভিনীত এই চলচ্চিত্র নারী-কেন্দ্রিক সুপারহিরো সিনেমা হিসেবে বিশেষ নজর কাড়লেও বাজেটের তুলনায় ব্যাপকভাবে ব্যর্থ হয় এবং সমালোচিত হয়। তবু আলোচনায় রয়ে গেছে এটি-বিশেষ করে কীভাবে বড় বাজেটের নারী সুপারহিরো প্রকল্প পরিচালনা করতে হয়, তার উদাহরণ হিসেবে। তবে একই সঙ্গে এটি নারীকে কেন্দ্রীয় চরিত্রে জায়গা দেওয়ার দৃষ্টান্তও তৈরি করে।
সূত্র: ডিএনএ ইন্ডিয়া