
ডাকসু নির্বাচন আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ–সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে নির্বাচন পরবর্তী এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
এসময় তিনি আরও বলেন, ঢাবি প্রশাসন প্রার্থীদের কোনো আইডি কার্ড দেয়নি। ফলে আমরা যখন বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়েছি, আমাদের এতিমের মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে। আমাদের সময় নষ্ট করা হয়েছে।
আবিদ অভিযোগ করে বলেন, ‘রোকেয়া হলের এক মেয়ে হলের ভোট কেন্দ্র থেকে বের হয়ে আমাদের অভিযোগ করেন তার ব্যালট পেপার দেওয়া হয়েছে তাতে আগে থেকে সাদিক কায়েম ও এস এম ফরহাদের নামে ক্রস চিহ্ন দেওয়া ছিল। এটা যে শুধু রোকেয়া হলেই হয়েছে এমন না। অমর একুশে হলেও একই ঘটনা ঘটেছে। দুইটা কেন্দ্রে যেহেতু প্রমাণ পেয়েছি সেহেতু অন্য জায়গায়ও হতে পারে। আমরা জানি না কত ব্যালটে এমন করা হয়েছে।
ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, আপনারা ভোটে কারচুপি করলেন, শেষে উল্টো দায় চাপানোর চেষ্টা করলেন।
পুলিশও ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীদের হয়রানি করেছে বলে অভিযোগ করেছেন তিনি।
ভিপি প্রার্থী আবিদ বলেন, সকালে আমরা যখন ভোটারদের ব্যালোট নাম্বার দিচ্ছিলাম তখনও প্রতিটা কেন্দ্রে কেন্দে বাঁধা দেওয়া হয়েছে। আমরা তো কেন্দ্রের ১০০ মিটার দূরে অবস্থান করে ব্যালোট নাম্বার দিচ্ছিলাম। বাঁধা দেওয়ার বিষয়টি কোনোভাবে মেনে নেওয়ার মতো নয়।