
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন ঘোষণা করেছে, বুধবার বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
এর আগে মঙ্গলবার সকাল ৮টায় ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল ৪টা পর্যন্ত চলে। ভোটগ্রহণ শেষে বর্তমানে চলছে ভোটের ফল গণনার কাজ।
সারাদিন শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হলেও ফল ঘোষণার আশেপাশে সন্ধ্যার পর থেকে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সম্ভাব্য অশান্তি এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনী ক্যাম্পাসে সতর্ক অবস্থান গ্রহণ করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোটের ফল ঘোষণার সম্ভাব্য প্রভাব নিয়ে বিকেল থেকে বিএনপি, জামায়াত ও অন্যান্য দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ক্যাম্পাসে জড়ো হতে শুরু করেন। এই কারণে প্রশাসন নিরাপত্তা শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে।