অ্যাপল আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে আইফোন ১৭ সিরিজের চারটি মডেল—আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং আইফোন এয়ার। এর পাশাপাশি এসেছে অ্যাপল ওয়াচ সিরিজ ১১, এসই ৩, আলট্রা ৩ এবং নতুন এয়ারপডস প্রো ৩।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশেষ আয়োজনে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকসহ শীর্ষ কর্মকর্তারা নতুন ডিভাইসগুলো উন্মোচন করেন। অনুষ্ঠানে টিম কুক একে ‘আইফোনের ইতিহাসে সবচেয়ে বড় অগ্রগতি’ বলে উল্লেখ করেন।
আইফোন ১৭ সিরিজের নকশা ও কাঠামোয় এসেছে বড় পরিবর্তন। এবার কাচের বদলে ব্যবহার করা হয়েছে আরও টেকসই সিরামিক শিল্ড ডিসপ্লে। বিশেষভাবে আলো কাড়ছে আইফোন এয়ার, যার পুরু মাত্র ৫.৬ মিলিমিটার হলেও মডেলটি স্পেসক্রাফট টাইটানিয়াম দিয়ে তৈরি এবং যথেষ্ট মজবুত। পাতলা নকশার কারণে মডেলটিতে সামনে ও পেছনে দুটি ক্যামেরা রাখা হয়েছে।
ডিসপ্লের আকারেও এসেছে ভিন্নতা। আইফোন ১৭ ও ১৭ প্রোতে রয়েছে ৬.৩ ইঞ্চির স্ক্রিন, আইফোন এয়ারে ৬.৫ ইঞ্চি এবং সবচেয়ে বড় মডেল আইফোন ১৭ প্রো ম্যাক্সে থাকছে ৬.৯ ইঞ্চির ডিসপ্লে। নতুন রঙের মধ্যে যুক্ত হয়েছে ল্যাভেন্ডার (আইফোন ১৭), স্কাই ব্লু (আইফোন এয়ার) ও কসমিক অরেঞ্জ (আইফোন ১৭ প্রো)।
দামের ক্ষেত্রেও আগ্রহের জায়গা তৈরি করেছে অ্যাপল। আইফোন ১৭ (২৫৬ জিবি) শুরু হচ্ছে ৭৯৯ ডলার থেকে। আইফোন ১৭ প্রো পাওয়া যাবে ১,০৯৯ ডলার থেকে, আইফোন ১৭ প্রো ম্যাক্সের দাম শুরু ১,১৯৯ ডলার এবং নতুন আইফোন এয়ার (২৫৬ জিবি) বাজারে আসবে ৯৯৯ ডলারে।
আইফোনের পাশাপাশি আলোচনায় এসেছে নতুন এয়ারপডস প্রো ৩। এতে যুক্ত হয়েছে উন্নত অডিও, কার্যকর নয়েজ ক্যানসেলেশন, হৃৎস্পন্দন মাপা এবং সরাসরি ভাষা অনুবাদের সুবিধা। ব্যবহারকারীরা চাইলে ভিন্ন ভাষাভাষী ব্যক্তির কথা তাৎক্ষণিক অনুবাদে শুনতে পারবেন। এয়ারপডস প্রো ৩ বাজারে আসবে ২৪৯ ডলারে।
অ্যাপল ওয়াচ সিরিজেও এসেছে তিনটি নতুন সংস্করণ—সিরিজ ১১, এসই ৩ এবং আলট্রা ৩। সিরিজ ১১ এখন পর্যন্ত তৈরি সবচেয়ে পাতলা ও আরামদায়ক ওয়াচ, যাতে রয়েছে ২৪ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ। এসই ৩ মডেলে শক্তিশালী চিপের কারণে সব সময় ডিসপ্লে চালু রাখার সুবিধা যুক্ত হয়েছে। আর আলট্রা ৩–এ রয়েছে বড় স্ক্রিন, সর্বোচ্চ ৪২ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ এবং স্যাটেলাইট সংযোগ সুবিধা।
আইফোন ১৭ সিরিজ, এয়ারপডস প্রো ৩ এবং নতুন ওয়াচ সিরিজ আগামী ১৯ সেপ্টেম্বর থেকে বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছে অ্যাপল।