
মাত্র ১৩ বছরের ক্যারিয়ারে নানান ঘরানার ছবিতে অভিনয় করে দর্শককে মুগ্ধ করেছেন আলিয়া ভাট। কখনো সংবেদনশীল চরিত্রে আবেগ ছড়িয়েছেন, আবার কখনো সাহসী চরিত্রে চমকে দিয়েছেন। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও শুরু করেছেন নতুন যাত্রা। তবে ক্যারিয়ারের এ পর্যায়ে এসে নিজেকে ভিন্নভাবে আবিষ্কার করতে চাইছেন তিনি।
সম্প্রতি এক ভিডিও সাক্ষাৎকারে আলিয়া স্বীকার করেন, এখনো তাঁর ঝুলিতে এমন কোনো ছবি নেই যা ছোট্ট মেয়ে রাহা উপভোগ করতে পারবে। মা হওয়ার পরই তাই কমেডি ঘরানার ছবির প্রতি তাঁর আগ্রহ বেড়েছে। আগে কখনো এমন চরিত্রে কাজ না করলেও এবার তিনি নতুনভাবে দর্শককে হাসাতে চান। আলিয়ার ভাষায়, “মানুষকে এমন কিছু করতে হবে, যা নিজেকেই অনুপ্রাণিত করে। আর সে কারণেই নতুন কিছু চেষ্টা করার তাগিদ পাচ্ছি।”
শুধু ঘরানা নয়, গল্পকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, “আমি এমন এক গল্প খুঁজছি, যা আমাকে ভেতর থেকে নাড়া দেবে। সেটা হিন্দি হোক বা ইংরেজি-ভাষা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, আসল হলো গল্প।”
বর্তমানে আলিয়া ব্যস্ত রয়েছেন সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং নিয়ে। ছবিটিতে তাঁর সহশিল্পী রণবীর কাপুর ও ভিকি কৌশল। স্বামী রণবীরের সঙ্গে এটি তাঁর দ্বিতীয় ছবি। এর আগে তাঁরা একসঙ্গে কাজ করেছিলেন ‘ব্রহ্মাস্ত্র’-এ। ছবির বড় অংশের শুটিং মুম্বাইতে শেষ হয়েছে, আর চূড়ান্ত দৃশ্য ধারণের জন্য শিগগিরই বিদেশে উড়াল দেবেন আলিয়া।
অভিনয়, প্রযোজনা, প্রচারণা-সব মিলিয়ে কাজের ব্যস্ততার মধ্যেও মেয়ের প্রতি দায়িত্বে অবহেলা করেননি আলিয়া। কখনো রণবীর দিনের শুটিং করেছেন, আর তিনি থেকেছেন রাহার কাছে; আবার কখনো উল্টোটা হয়েছে। তাঁর কথায়, “কাজ আর পরিবারের মধ্যে স্বাস্থ্যকর সমতা বজায় রাখা আমার কাছে সবচেয়ে জরুরি। এর সঙ্গে কোনো সমঝোতা করা যায় না।”
২০২১ সালে ‘ইন্টারনাল সানশাইন প্রোডাকশন প্রাইভেট লিমিটেড’ নামে নিজস্ব প্রযোজনা সংস্থা গড়ে তোলেন আলিয়া। সেই ব্যানারের প্রথম ছবি ‘ডার্লিংস’ মুক্তি পায় নেটফ্লিক্সে। এখানে তিনি শুধু প্রযোজক নন, অভিনয়ও করেছেন বিজয় ভার্মা ও শেফালি শাহর সঙ্গে। নতুন গল্পের সন্ধানেই এবার প্রযোজনায় বেশি মনোযোগী আলিয়া। তাঁর ভাষায়, “আমি সব সময় এমন গল্প পর্দায় আনতে চাই, যা কালজয়ী ও বাস্তবধর্মী। আমার হাতে বেশ কিছু ভিন্ন স্বাদের কাহিনি আছে, সেগুলো দর্শকের সামনে আনতে আমি ভীষণ রোমাঞ্চিত।”
সব মিলিয়ে অভিনয় ও প্রযোজনার দুই পথেই নতুনভাবে যাত্রা শুরু করেছেন আলিয়া ভাট। মা হওয়ার পর জীবনের অভিজ্ঞতা তাঁকে আরও পরিণত করেছে, আর এখন তিনি প্রস্তুত দর্শকদের সামনে এক নতুন আলিয়াকে হাজির করার জন্য।