আইফোনপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অ্যাপল উন্মোচন করেছে বহুল আলোচিত আইফোন ১৭ সিরিজ। চারটি সংস্করণ নিয়ে আসা এ সিরিজে রয়েছে—আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স ও আইফোন ১৭ এয়ার। এর মধ্যে সবচেয়ে আলোচিত মডেল আইফোন ১৭ এয়ার, যেটি বিশ্বের সবচেয়ে পাতলা আইফোন হিসেবে পরিচিতি পেয়েছে।
মাত্র ৫.৬ মিলিমিটার পুরুত্ব আর ১৬৫ গ্রাম ওজনের ফোনটি তৈরি হয়েছে ৮০ শতাংশ রিসাইকেলড টাইটেনিয়াম দিয়ে। এতে রয়েছে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে এবং উভয় দিকেই প্রো-সিরামিক শিল্ড, যা ফোনের স্থায়িত্ব বাড়িয়ে ভাঙার ঝুঁকি চারগুণ কমিয়েছে।
প্রযুক্তিগত দিক থেকেও আইফোন ১৭ এয়ারে এসেছে বড় আপডেট। এতে যুক্ত করা হয়েছে আইওএস ২৬ এর অ্যাডাপটিভ পাওয়ার ফিচার এবং এন১ ওয়্যারলেস চিপ, যা ব্যাটারি খরচ কমাবে। উন্নত এআই ক্ষমতার ফলে এর পারফরম্যান্স প্রায় ম্যাকবুক প্রো-এর সমান বলে দাবি করেছে অ্যাপল।
ক্যামেরা সিস্টেমেও এসেছে নতুনত্ব। পেছনে থাকছে ৪৮ মেগাপিক্সেলের ফিউশন ক্যামেরা সিস্টেম এবং সামনে ১৮ মেগাপিক্সেলের সেন্টার স্টেজ ফ্রন্ট ক্যামেরা। উল্লেখযোগ্যভাবে, এ সিরিজের কোনো মডেলেই সিমকার্ড স্লট নেই—শুধু ই-সিম ব্যবহার করা যাবে।
৩১৪৯ এমএএইচ ব্যাটারি ক্ষমতার ফোনটি পাওয়া যাবে কালো, সাদা, হালকা সোনালি ও আকাশি নীল—এই চার রঙে। আন্তর্জাতিক বাজারে দাম ধরা হয়েছে ৯৯৯ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ লাখ ২২ হাজার টাকা থেকে শুরু হবে, তবে দেশে আনুষ্ঠানিকভাবে এলে দাম আরও কিছুটা বাড়তে পারে।