
চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে ব্যবসায়ী নাছির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলার বিচার কার্যক্রম চলতে কোনো বাধা নেই। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকার ৯ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাজ্জাদুর রহমান খান রিভিশন আবেদন খারিজ করে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আব্দুল মোমেন খান।
আদালত সূত্র জানায়, গত ২৭ মার্চ অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে রিভিশন আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তা খারিজ করে দেন। ফলে মামলাটি এখন সাক্ষ্যগ্রহণ পর্যায়ে এগোচ্ছে।
এর আগে চলতি বছরের ২৬ জানুয়ারি ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ পরীমনি ও জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একইসঙ্গে পরীমনির জামিন বাতিল করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তবে ২৭ জানুয়ারি আত্মসমর্পণ করলে আদালত তাঁকে জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য, ২০২২ সালের ৬ জুলাই ঢাকার সাভারের বোট ক্লাবের পরিচালক নাছির উদ্দিন মাহমুদ মামলাটি দায়ের করেন। একই বছরের ১৮ এপ্রিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত প্রতিবেদন গ্রহণ করে আদালত পরীমনিকে হাজির হওয়ার সমন জারি করে। পরবর্তীতে ২৬ জুন আত্মসমর্পণ করে জামিন পান তিনি।
২০২৩ সালের ১৮ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা ও ঢাকা জেলার পিবিআই পরিদর্শক মো. মনির হোসেন আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। সেখানে পরীমনি ও জুনায়েদ বোগদাদী জিমিকে অভিযুক্ত করা হয়। তবে ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মেলেনি।


























