
চট্টগ্রামের মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাবা ও মেয়ে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঠাকুরদীঘি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
নিহতরা হলেন- ঢাকার উত্তরা আবাসিক এলাকার ১০ নম্বর সেক্টরের বাসিন্দা গোলাম সারোয়ার মিন্টু (৪২) ও তার তিন বছর বয়সী মেয়ে মুসকান। একই ঘটনায় নিহতের স্ত্রী উম্মে সালমা (৩৩), ছেলে ইমতিয়াজ আহমেদ (৯), মাইক্রোবাস চালক গিয়াস উদ্দিন (৩০) এবং সহকর্মী সাগর (৩০) গুরুতর আহত হন।
হাইওয়ে পুলিশের জোরারগঞ্জ ফাঁড়ির পরিদর্শক বোরহান উদ্দিন জানান, গোলাম সারোয়ার পরিবারকে নিয়ে কক্সবাজার যাচ্ছিলেন। পথে তাদের মাইক্রোবাসটি মহাসড়কের একপাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে গিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা-মেয়ের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে প্রথমে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাদের মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গোলাম সারোয়ার মিন্টু একটি আসবাব তৈরির প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ছিলেন বলে জানা গেছে।