রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন
শেয়ার

ফাওয়াদ-বাণীর ‘আবির গুলাল’ ভারতে মুক্তি পাচ্ছে ২৬ সেপ্টেম্বর


Abir-Gulal
নানা জল্পনা ও মুক্তি স্থগিতের পর অবশেষে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান ও বলিউড তারকা বাণী কাপুর অভিনীত রোমান্টিক ড্রামা ‘আবির গুলাল’ ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ২৬ সেপ্টেম্বর। ছবিটি ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে ১২ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে, তবে ভারতের মুক্তি কিছুদিন স্থগিত থাকায় ভক্তদের মধ্যে হতাশা দেখা দিয়েছিল।

সিনেমার সঙ্গে যুক্ত একটি সূত্র ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামাকে জানিয়েছে, ইউকে ভিত্তিক ইন্ডিয়ান স্টোরিজ লিমিটেড সিদ্ধান্ত নিয়েছে যে ছবিটি ২৬ সেপ্টেম্বর ভারতে মুক্তি পাবে। তারা আত্মবিশ্বাসী যে ছবির সরল ও সহজ প্রেমকাহিনি ভারতীয় দর্শকদের মনেও জায়গা করে নেবে। এছাড়া ওই সপ্তাহে আর কোনো বড় বাজেটের সিনেমা মুক্তি না পাওয়ায় বক্স অফিসে একক দৌড় উপভোগ করতে পারবে ছবিটি।

চলতি বছরের শুরুতে ঘোষণা করা হয়েছিল, দীর্ঘদিন পর বলিউডে ফিরছেন ফাওয়াদ খান। ‘আবির গুলাল’ তার জন্য বিশেষ প্রত্যাবর্তন হিসেবে ধরা হচ্ছে, কারণ ২০১৬ সালের উরি হামলার পর ভারত-পাকিস্তানের সাংস্কৃতিক সম্পর্ক টানাপোড়েনের মধ্যে পড়ে পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজের ওপর নিষেধাজ্ঞা আরোপিত হয়েছিল। এরপর কাশ্মীরের পেহেলগাম হামলা ও অপারেশন সিঁদুরের পর সম্পর্ক আরও উত্তেজিত হওয়ায় ছবির মুক্তি নিয়ে শঙ্কা তৈরি হয়।

বিবেক বি আগরওয়াল, রেজা নামাজি ও ফিরুজি খানের প্রযোজনায় নির্মিত এই ছবিটি প্রথমে ৯ মে মুক্তি পেতে যাওয়ার কথা ছিল। আট বছর পর ফাওয়াদের এই প্রত্যাবর্তনের জন্য ভক্তদের আগ্রহ ছিল প্রবল, তবে রাজনৈতিক ও নিরাপত্তাজনিত কারণে মুক্তি একাধিকবার পিছিয়ে যায়।

Abir-Gulal

রোমান্টিক কমেডি ঘরানার ছবিটিতে দেখা যাবে, বাণী কাপুর অভিনীত গুলাল, যে বিয়ে থেকে পালিয়ে লন্ডনে চলে যায়। সেখানে তার দেখা হয় আবির (ফাওয়াদ খান) এর সঙ্গে, একজন অতীতের ভার বহন করা রেস্তোরাঁ ব্যবসায়ীর সঙ্গে। প্রথমে দুই ভিন্ন মেজাজের মানুষের সংঘর্ষ ধীরে ধীরে কোমল প্রেমকাহিনিতে পরিণত হয়।

ফাওয়াদের সঙ্গে কাজের জন্য বাণী কাপুর সামাজিক সমালোচনার মুখে পড়েন। এ প্রসঙ্গে তিনি বলেন, “সোশ্যাল মিডিয়ার পরিবেশ কিছুটা বিষাক্ত হয়ে গেছে। আমি চাই আমরা যেন কম ঘৃণা করি, বেশি ভালোবাসা ছড়াই। অপমান, তুচ্ছ, ট্রল-সবই একদিন ঘুরে ফিরে আসে। আমাদের উচিত প্রকৃত অর্থেই ভালো মানুষ হওয়া এবং একে অপরের সঙ্গে নিজস্ব প্রতিও দয়ালু হওয়া।”

এভাবে ‘আবির গুলাল’ কেবল একটি প্রেমের গল্প নয়, সামাজিক মনোভাব ও সহনশীলতার বার্তাও বহন করছে, যা মুক্তির পর ভারতীয় দর্শকদের মধ্যে প্রতিক্রিয়ার অপেক্ষা করছে।