
বলিউডের ব্লকবাস্টার ছবি ‘দিলওয়ালে’ নির্মাণে ব্যয় হয়েছিল ১৬৫ কোটি রুপি। এর মধ্যে শুধু একটি গান- শাহরুখ খান ও কাজলের জনপ্রিয় রোমান্টিক ট্র্যাক ‘গেরুয়া’ এর শুটিংয়েই খরচ হয় ৭ কোটি রুপি।
সাম্প্রতি ফারাহ খানের ভ্লগে উঠে এসেছে এই গানকে ঘিরে অজানা কিছু তথ্য। উদ্যোক্তা অশনীর গ্রোভার ও তাঁর স্ত্রী মাধুরীর সঙ্গে আলাপচারিতায় ফারাহ জানান, গানটির শুটিং হয়েছিল আইসল্যান্ডে। তাঁর ভাষায়, “আইসল্যান্ড ভীষণ ব্যয়বহুল জায়গা। আমরা শুট করেছিলাম মাত্র দুইজন শিল্পীকে নিয়ে, কিন্তু খরচ হয়েছিল ৭ কোটি। শুধু একটি গানেই।”
অরিজিৎ সিং-এর কণ্ঠে গাওয়া গানটি পরবর্তীতে বলিউডের অন্যতম জনপ্রিয় রোমান্টিক ট্র্যাক হয়ে ওঠে। তবে শুটিং মোটেও সহজ ছিল না। টিমকে লড়তে হয়েছিল প্রচণ্ড ঠান্ডার সঙ্গে।

গানটির নাম নিয়েও ছিল আলাদা গল্প। গীতিকার অমিতাভ ভট্টাচার্য জানিয়েছেন, প্রথমে শাহরুখ খান ‘গেরুয়া’ শব্দটি নিয়ে সংশয়ে ছিলেন। কারণ, এটি সচরাচর চলচ্চিত্রের গানে ব্যবহৃত হয় না। তবে শেষ পর্যন্ত শব্দটির ধ্বনি পছন্দ হওয়ায় তিনি রাজি হন।
অমিতাভ বলেন, “আমরা গান বানানোর সময় এটিকে ব্লকবাস্টার হবে ভেবে কাজ করিনি। কিন্তু রেকর্ডিং ও শুটিং শেষে প্রথম কাট দেখেই বুঝেছিলাম, শাহরুখ-কাজলের দারুণ রসায়নে গানটি হবে অসাধারণ।”

দর্শকদের কাছে শাহরুখ-কাজল জুটি বরাবরই বিশেষ প্রিয়। ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’, ‘মাই নেম ইজ খান’ থেকে শুরু করে ‘দিলওয়ালে’- সব ছবিতেই তাঁদের জুটি পেয়েছে দর্শক ভালোবাসা।
সূত্র: ডিএনএ ইন্ডিয়া


























