চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ২০২৪-২০২৫ অর্থবছরে রেকর্ড পরিমাণ রাজস্ব আয় করেছে। চলতি অর্থবছরে বিমানবন্দরের রাজস্ব দাঁড়িয়েছে ২৭০ কোটি ৪৯ লাখ টাকা, যা প্রতিষ্ঠানটির ইতিহাসে সর্বোচ্চ। গত অর্থবছরের তুলনায় আয় বেড়েছে প্রায় ৩৩ কোটি টাকা।
আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করে জানান, বকেয়া রাজস্ব আদায়সহ বিমানবন্দরের সার্বিক ইতিবাচক ব্যবস্থাপনার ফলে চলতি অর্থ বছরে রেকর্ড রাজস্ব আয় হয়েছে। এই বছর যে রাজস্ব আয় হয়েছে তা চট্টগ্রাম বিমানবন্দরের ইতিহাসে সর্বোচ্চ।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, চলতি অর্থবছরে রাজস্ব আদায় হয়েছে ২৭০ কোটি ৪৯ লাখ টাকা, বিপরীতে ব্যয় হয়েছে ৪০ কোটি টাকা। আগের অর্থবছরে (২০২৩-২৪) আয় হয়েছিল ২৩৭ কোটি টাকা এবং ব্যয় হয়েছিল ৩৬ কোটি টাকা।
তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে আয় হয়েছিল ২২৫ কোটি টাকা, ২০২১-২২ অর্থবছরে ৭৯ কোটি টাকা এবং ২০২০-২১ অর্থবছরে মাত্র ৩০ কোটি টাকা।
বিমানবন্দরের রেকর্ড থেকে জানা যায়, ২০২৫ সালের জুন পর্যন্ত ৬ মাসে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক রুটে ৩ লাখ ৯২ হাজার ৪৫৬ জন যাত্রী যাতায়াত করেছেন। অভ্যন্তরীণ রুটে ২০২৫ সালের জুন পর্যন্ত যাত্রী যাতায়াত সংখ্যা ৬ হাজার ৬৯০ জন।
২০০০ সালে জাপানি দাতা সংস্থা জাইকার সহযোগিতায় আন্তর্জাতিক রূপ পায় শাহ আমানত বিমানবন্দর। সম্প্রতি অ্যাপ্রোন সম্প্রসারণের ফলে একসঙ্গে ২০টিরও বেশি বিমান রাখা সম্ভব হচ্ছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে যাত্রী পরিবহনও।
























