রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৬:১৮ পূর্বাহ্ন
শেয়ার

বক্স অফিসে ঝড় তুলল আরেক দক্ষিণি ছবি ‘মিরাই’


Mirai
দক্ষিণ ভারতীয় সিনেমার বক্স অফিসে নতুন ঝড় তুলেছে ‘মিরাই’। কার্তিক ঘাট্টামানেনির পরিচালনায় গত শুক্রবার মুক্তির পর মাত্র দুই দিনেই ছবিটি আয় করেছে ৫৫ কোটি রুপি। খবর হিন্দুস্তান টাইমসের।

এর আগে আলোচনায় ছিল মালয়ালম সিনেমা ‘লোকাহ: চ্যাপ্টার ১’- ৩০ কোটি রুপির বাজেটের ছবিটি বক্স অফিসে ২০০ কোটির বেশি আয় করে নজর কাড়ে। এবার সেই ধারাবাহিকতায় দর্শকের দৃষ্টি কেড়েছে ‘মিরাই’।

অ্যাকশন-ফ্যান্টাসি ঘরানার সিনেমাটিতে অভিনয় করেছেন তেজা সাজ্জা, মঞ্চু মনোজ, শ্রিয়া সরণ ও ঋতিকা নায়ক।

কাহিনিতে দেখা যায়- বেদা প্রজাপতি (তেজা সাজ্জা) ভাগ্যগুণে হয়ে ওঠেন এক ‘সুপার যোদ্ধা’। তাঁর প্রতিপক্ষ মহাবীর লামা ওরফে ‘ব্ল্যাক সোর্ড’ (মঞ্চু মনোজ)। মহাবীর চান সম্রাট অশোকের রেখে যাওয়া নয়টি গ্রন্থ দখল করতে, যেখানে লুকিয়ে আছে অমরত্বের রহস্য।

বেদার হাতে আসে ভগবান রামের ব্যবহৃত অলৌকিক অস্ত্র ‘মিরাই’, যা দিয়ে সে প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করে। গল্প শেষ হয় সিকুয়েলের আভাস দিয়ে।

ভারতে মুক্তির প্রথম দিনেই ‘মিরাই’ আয় করে ১৩ কোটি রুপি। দ্বিতীয় দিন আয় বেড়ে দাঁড়ায় ১৪ দশমিক ৫ কোটি রুপি। ভারতের ছুটির দিন রবিবার আয় আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

মুক্তির পর সিনেমাটি দর্শকের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা পেয়েছে। বিশেষ করে- তেজা সাজ্জার অভিনয়কে ক্যারিয়ারের সেরা হিসেবে অভিহিত করা হয়েছে। বেদার পরিচয় প্রকাশের দৃশ্য, ট্রেনের অ্যাকশন সিকোয়েন্স এবং যুদ্ধের দৃশ্য আলাদা করে প্রশংসা কুড়িয়েছে।

গৌর হরির আবহসংগীতকে অসাধারণ বলা হচ্ছে। পরিচালক কার্তিক ঘাট্টামানেনি, যিনি মূলত চিত্রগ্রাহক হিসেবে পরিচিত ছিলেন, এবার নির্মাতা হিসেবে সমালোচকদের প্রশংসা পেয়েছেন।