
অপু বিশ্বাস
ঢালিউড কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস আবারও নতুন রূপে হাজির হয়ে ভক্ত-অনুরাগীদের মুগ্ধ করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক রিল ভিডিওতে তিনি ব্রাইডাল লুকে ধরা দেন।
সাদা পোশাকের ওপর চুমকি কাজ, কানে দুল ও খোপায় ফুলে সজ্জিত হয়ে রাজকীয় আভিজাত্যে উপস্থিত হন অপু। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, “রানীরা কাউকে অনুসরণ করে না, তাদের রাজকীয় আভিজাত্যই অন্যদের আকৃষ্ট করে।”
রিলে অপুর মুগ্ধতা ছড়ানো উপস্থিতি নজর কেড়েছে নেটিজেনদের। তার অনুরাগীরা সেটি যে বেশ পছন্দ করেছেন তা বোঝা যাচ্ছে ভিডিওটিতে হাজার হাজার রিয়েক্ট ও মন্তব্যে। কেউ মন্তব্য করেছেন, “এ যেন রূপকথার রাজকন্যা।” আরেকজন লিখেছেন, “এত সুন্দর লাগছে অপু বিশ্বাসকে, সত্যিই বেস্ট।” অন্যজন লেখেন, “আমাদের বিউটি কুইন অপু বিশ্বাস আপুকে খুবই সুন্দর লাগছে।”
২০০৫ সালে ‘কাল সকালে’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন অপু বিশ্বাস। পরের বছরই ‘কোটি টাকার কাবিন’ সিনেমায় অভিনয় করেন। এ সিনেমায় নায়ক হিসেবে পান শাকিব খানকে। এফ আই মানিক নির্মিত সিনেমাটি মুক্তির পর চারপাশে খ্যাতি ছড়িয়ে পড়ে অপু বিশ্বাসের।
২০১৭ পর্যন্ত শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ৭২টি চলচ্চিত্রে অভিনয় করেন অপু বিশ্বাস। বেশিরভাগই পেয়েছে ব্যবসায়িক সাফল্য।