আজ ১৬ সেপ্টেম্বর, বিশ্ব নরসুন্দর দিবস। ২০১৫ সাল থেকে প্রতি বছর এ দিনটি উৎসর্গ করা হয় সেইসব পরিশ্রমী ও সৃজনশীল নরসুন্দরদের জন্য, যারা প্রতিদিন আমাদের সৌন্দর্যচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
চুল কাটা, দাড়ি ছাঁটা, স্টাইলিং কিংবা বিশেষ কোনো অনুষ্ঠানের সাজ—সব ক্ষেত্রেই নরসুন্দরের দক্ষতা আমাদের আত্মবিশ্বাস বাড়ায়। তাদের কাজ শুধু বাহ্যিক পরিবর্তন নয়, অনেক সময় মানসিক প্রশান্তিও এনে দেয়।
নরসুন্দররা শুধু সৌন্দর্যচর্চার সঙ্গেই যুক্ত নন, বরং আমাদের ব্যক্তিগত পরিচ্ছদ ও আত্মপ্রকাশের অংশও হয়ে ওঠেন। প্রতিদিন দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থেকে সেবা দেওয়া, বিভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন চাহিদা পূরণ করা এবং আধুনিক স্টাইল সম্পর্কে আপডেট থাকা—এসবই তাদের কাজের অবিচ্ছেদ্য অংশ।
তবুও সমাজে তাদের অবদান প্রায়শই অবমূল্যায়িত হয়। অথচ নীরবে, ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে কাজ করা এই মানুষগুলোকে আমাদের সম্মান জানানো উচিত।
বিশ্ব নরসুন্দর দিবসে তাই আহ্বান—আপনার পরিচিত নরসুন্দরকে আজ ধন্যবাদ জানান, তাদের কাজের প্রশংসা করুন। একটি শুভেচ্ছা বা হাসি তাদের দিনকে আরও আনন্দময় করে তুলতে পারে।