আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছে। মার্কিন ডলারের দুর্বলতা এবং ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর সম্ভাবনাকে কেন্দ্র করেই এই উল্লম্ফন ঘটেছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ৩ হাজার ৬৯৯ ডলার ছাড়িয়ে যায়, যা সর্বকালের সর্বোচ্চ রেকর্ড। যদিও দিনের শেষে তা কিছুটা কমে দাঁড়ায় ৩ হাজার ৬৯৬ দশমিক ৩৪ ডলারে। একই সময়ে ডিসেম্বরের জন্য মার্কিন গোল্ড ফিউচারও ০.৪ শতাংশ বেড়ে ৩ হাজার ৭৩৩ দশমিক ৭০ ডলার হয়েছে।
বিশ্লেষকদের মতে, মার্কিন ডলারের দুর্বল অবস্থান, বিশ্ব অর্থনৈতিক অনিশ্চয়তা এবং ভূ-রাজনৈতিক ঝুঁকি স্বর্ণের চাহিদা বাড়িয়েছে। তবে মূল প্রভাবক হিসেবে কাজ করছে ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদহার হ্রাস। সিএমই ফেডওয়াচ টুল অনুযায়ী, ১৭ সেপ্টেম্বরের বৈঠকে ফেড ২৫ বিপিএস সুদহার কমাবে—এমন প্রত্যাশা বিনিয়োগকারীদের মধ্যে প্রায় নিশ্চিত।
বিশেষজ্ঞদের ধারণা, যদি এ বছর আরও দুটি সুদহার কমানোর ইঙ্গিত দেওয়া হয়, তাহলে স্বর্ণের দাম ৩ হাজার ৭০০ ডলার ছাড়িয়ে ৩ হাজার ৮০০ ডলারে পৌঁছাতে পারে।
কমার্জব্যাংক জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ প্রতি ট্রয় আউন্সে স্বর্ণের দাম ৩ হাজার ৬০০ ডলার এবং ২০২৬ সালের শেষ নাগাদ ৩ হাজার ৮০০ ডলার হতে পারে। এ বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম প্রায় ৪১ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যার পেছনে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ ক্রয়, ডলারের ওপর নির্ভরতা কমানো এবং নিরাপদ বিনিয়োগের চাহিদা বড় ভূমিকা রেখেছে।
এছাড়া অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। স্পট সিলভার ০.২ শতাংশ বেড়ে ৪২.৮১ ডলার, যা সেপ্টেম্বর ২০১১ সালের পর সর্বোচ্চ। প্ল্যাটিনাম ০.৬ শতাংশ বেড়ে ১ হাজার ৪০৭.৭০ ডলার এবং প্যালাডিয়াম ১.৬ শতাংশ বেড়ে ১ হাজার ২০৩.১৯ ডলার হয়েছে।