
মুম্বাই পুলিশের ইকনমিক অফেন্সেস উইং (ইওডব্লিউ) পরিচালিত ৬০ কোটি রুপির জালিয়াতি মামলায় নতুন মোড় নিয়েছে। ব্যবসায়ী রাজ কুন্দ্রা দাবি করেছেন, ওই ৬০ কোটি রুপির একটি অংশ বলিউড অভিনেত্রী বিপাশা বসু ও নেহা ধুপিয়াকে পারিশ্রমিক হিসেবে প্রদান করা হয়েছিল।
বুধবার দীর্ঘ পাঁচ ঘণ্টার জিজ্ঞাসাবাদে এ অভিযোগ করেন শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। তবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে তিনি নীরব থাকায় ইওডব্লিউ আরও জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে।
সূত্রের বরাত দিয়ে ডিএনএ ইন্ডিয়া জানিয়েছে, তদন্তে কোম্পানির অ্যাকাউন্ট থেকে সরাসরি চারজন অভিনেত্রীর অ্যাকাউন্টে টাকা স্থানান্তরের প্রমাণ মিলেছে। এর মধ্যে রয়েছেন শিল্পা শেঠি, বিপাশা বসু ও নেহা ধুপিয়া। এখন পর্যন্ত প্রায় ২৫ কোটি রুপির সরাসরি লেনদেনের তথ্য খুঁজে পেয়েছে ইওডব্লিউ।
এছাড়া, নোটবন্দির সময় কোম্পানির আর্থিক লেনদেনে চাপ সৃষ্টি হলে সন্দেহজনকভাবে কিছু টাকা অন্য অ্যাকাউন্টে স্থানান্তর করা হয় বলে তদন্তে জানা গেছে। এসব প্রমাণ এখন সংরক্ষণ করেছে ইওডব্লিউ।
রাজ কুন্দ্রাকে তার কোম্পানির প্রযোজিত বেস্ট ডিল প্রকল্পের ভিডিওগুলো জমা দিতে বলা হয়েছে। তিনি দাবি করেছেন, এগুলো ইতিমধ্যেই প্রপার্টি সেলকে দেওয়া হয়েছে। তবে তদন্ত কর্মকর্তারা আবারও সেগুলো জব্দ করে খতিয়ে দেখার পরিকল্পনা করছেন।
মামলার তদন্ত এখনও চলমান রয়েছে এবং আগামী দিনে আরও কয়েকজনকে তলব করার প্রস্তুতি নিচ্ছে ইওডব্লিউ।


























