সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের তরুণরা। গোল উৎসবে নাম লেখান সাব্বির ইসলাম, অপু রহমান, মোহাম্মদ আরিফ ও মোহাম্মদ মানিক।
ম্যাচের শুরুতে কিছুটা এলোমেলো ফুটবল খেললেও ধীরে ধীরে ছন্দে ফেরে বাংলাদেশ। প্রথমার্ধে অধিনায়ক নাজমুল হুদা ও অপু রহমানের কয়েকটি সুযোগ হাতছাড়া হলেও ৩০ মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া সুযোগে গোল করেন সাব্বির ইসলাম। বিরতির আগে আরও কিছু আক্রমণ শানালেও ব্যবধান বাড়াতে পারেনি বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে নামতেই আরও আক্রমণাত্মক হয়ে ওঠে গোলাম রব্বানীর দল। মাত্র তিন মিনিটের ব্যবধানে (৪৯ থেকে ৫১) দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। একটি গোল করেন অপু রহমান, আরেকটি মোহাম্মদ আরিফ। এরপর ৬৫ মিনিটে মানিকের গোলে চতুর্থবার জালের দেখা পায় লাল-সবুজের প্রতিনিধিরা।
এই জয়ে গ্রুপ ‘এ’-তে দুর্দান্ত শুরু করল বাংলাদেশ। সাত দলের টুর্নামেন্টে নেপাল ও স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে একই গ্রুপে আছে তারা। আগামী ২১ সেপ্টেম্বর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।




























