
হলিউডের জনপ্রিয় তরুণী অভিনেত্রী সিডনি সুইনি এবার বলিউডে কাজের প্রস্তাব পেয়েছেন। মাত্র ২৮ বছর বয়সী এই মার্কিন তারকাকে ভারতের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল এক ছবিতে অভিনয়ের আমন্ত্রণ জানানো হয়েছে। প্রস্তাবিত চুক্তির মোট মূল্য ৪৫ মিলিয়ন পাউন্ড-বাংলাদেশি টাকায় যা প্রায় ৬৫০ কোটি।
চুক্তি অনুযায়ী, সুইনির মূল পারিশ্রমিক ধরা হয়েছে ৩৫ মিলিয়ন পাউন্ড। এর বাইরে ব্র্যান্ড স্পনসরশিপ থেকে তিনি আরও ১০ মিলিয়ন পাউন্ড পাবেন। ছবিটিতে তাকে দেখা যাবে এক মার্কিন তারকার ভূমিকায়, যিনি প্রেমে পড়বেন এক ভারতীয় সুপারস্টারের।
আগামী বছরের শুরুতেই ছবির শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। চিত্রায়ণ হবে নিউইয়র্ক, প্যারিস, লন্ডন ও দুবাইয়ে।
ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান- এর (ইউকে এডিশন) প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে প্রস্তাবটি শুনে সিডনি বিস্মিত হয়ে যান। তবে গল্প ও পুরো প্রজেক্ট তাকে আকৃষ্ট করেছে। এটি তার আন্তর্জাতিক ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে ধারণা করছেন তিনি।
তবে এত বড় অফার পাওয়ার পরও এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। কারণ, সুইনির হাতে ইতিমধ্যেই বেশ কয়েকটি বড় হলিউড প্রজেক্ট রয়েছে।
‘ইউফোরিয়া’ ও ‘দ্য হোয়াইট লোটাস’ সিরিজের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া সিডনি সুইনি সম্প্রতি শেষ করেছেন কিংবদন্তি বক্সার ক্রিস্টি মার্টিনের জীবনীভিত্তিক চলচ্চিত্র ক্রিস্টি। এটি মুক্তি পাবে চলতি বছরের ৭ নভেম্বর।


























