
নিহত জীবন ঢালী। ছবি: সংগৃহীত
উন্নত জীবনের স্বপ্ন পূরণের আশায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির উদ্দেশ্যে লিবিয়ায় গিয়েছিলেন মাদারীপুরের যুবক জীবন ঢালী (২২)। কিন্তু সে স্বপ্ন শেষ হলো করুণ পরিণতিতে। গত ৮ সেপ্টেম্বর লিবিয়ায় মাফিয়াদের গুলিতে প্রাণ হারান তিনি।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জীবন ঢালীর মৃত্যুর খবর মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের জৈয়ার গ্রামে পৌঁছালে পরিবারসহ পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।
পরিবার ও স্থানীয় সূত্র জানা যায়, আর্থিক স্বচ্ছলতা ফেরাতে প্রায় ছয় মাস আগে তিনি ঘর ছাড়েন। মানবপাচারকারী দালাল রাসেল খানের প্রলোভনে পড়ে লিবিয়া হয়ে ইতালিতে যাওয়ার অবৈধ পথ বেছে নেন তিনি। পথে দালালচক্র তাকে জিম্মি করে। তার পরিবারের কাছ থেকে কয়েক লাখ টাকা আদায় করে নেয় চক্রটি।
সেখানে কিছুদিন একটি ‘গেম ঘরে’ আটকে রাখার পর গত ৮ সেপ্টেম্বর মাফিয়াদের গুলিতে মারা যান জীবন। তার সফরসঙ্গীরা ফোনে মৃত্যুর খবর জানালে শোকে বারবার মূর্ছা যাচ্ছেন বাবা-মা। এ ঘটনায় পুরো গ্রাম স্তব্ধ হয়ে পড়েছে।
এলাকাবাসীর দাবি, দালালদের খপ্পরে পড়ে এমন মৃত্যুর ঘটনা বন্ধে কার্যকর রাষ্ট্রীয় পদক্ষেপ নিতে হবে এবং নিহত পরিবারকে সহযোগিতা দিতে হবে।
এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বলেন, মানবপাচার চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দালালের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, “লিবিয়ায় গুলিতে আহত এক যুবকের খবর পাওয়ার পর পুলিশ বাড়িতে যায়। কেউ বলছে তিনি নিহত হয়েছেন, আবার কেউ বলছে নিখোঁজ আছেন। পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।”