
বক্স অফিসে ঝড় তুলেছে মালয়ালম সিনেমা ‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্রা’। মুক্তির মাত্র ২৪ দিনেই ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে ২৬৭ কোটি রুপি, ভেঙে দিয়েছে পৃথ্বিরাজ সুকুমারন পরিচালিত ‘এল টু: এম্পুরান’ এর রেকর্ড (২৬৫.৫ কোটি রুপি)।
মাত্র ৩০ কোটি রুপি বাজেটে নির্মিত এই ফ্যান্টাসি ড্রামায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন কল্যাণী প্রিয়দর্শন। প্রযোজনায় ছিলেন দুলকার সালমান। প্রযোজকের জন্য সিনেমাটি এনেছে প্রায় ৯০০ শতাংশ লাভ।
২৩তম দিনে কেবল মালয়ালম সংস্করণ থেকেই ছবিটি আয় করেছে প্রায় ২ কোটি রুপি। ভারতের অভ্যন্তরে নেট আয় দাঁড়িয়েছে ১৩০.৫ কোটি। বর্তমানে দেশজুড়ে প্রতিদিন চলছে ৬৫০টিরও বেশি শো।
এই ঐতিহাসিক সাফল্যের পর দুলকার সালমান এক্স (পূর্বে টুইটার)-এ লিখেছেন, “লোকাহ ইতিহাস তৈরি করেছে মালয়ালম সিনেমার সর্বকালের সেরা আয়কারী ছবি হিসেবে। এটা টিমওয়ার্কের জয়। দর্শক ও সহকর্মীদের প্রতি আমি কৃতজ্ঞ।”
শুধু মালয়ালম নয়, দক্ষিণ ভারতের সব ভাষার চলচ্চিত্র মিলিয়েও নারী-প্রধান ছবির মধ্যে সবচেয়ে বেশি আয় করেছে লোকাহ।
লোককথার কিংবদন্তি চরিত্র কল্লিয়ানকাট্টু নীলি থেকে নেওয়া গল্পে অভিনয় করেছেন কল্যাণীর পাশাপাশি নাসলেন, স্যান্ডি মাস্টার, চন্দু সালিমকুমার ও অরুণ কুরিয়ান। বিশেষ চরিত্রে ছিলেন দুলকার, অতিথি চরিত্রে টোভিনো থমাস।
পরিচালক ডমিনিক অরুণ জানিয়েছেন, সিরিজের দ্বিতীয় কিস্তি ঘুরবে টোভিনো থমাসের চরিত্রকে কেন্দ্র করে, আর তৃতীয় কিস্তিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে দুলকার সালমানকে।
সম্প্রতি চেন্নাইয়ে এক অনুষ্ঠানে দুলকার ঘোষণা দিয়েছেন- লোকাহ সিরিজের সব কিস্তির মুনাফা পুরো টিমের সঙ্গে ভাগাভাগি করা হবে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস