প্রথমবারের মতো ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সফরের শুরুতেই শুক্রবার সকালে তিনি ঘুরে দেখেন পুরান ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিল। সেখানেই ঘটল এক বিশেষ সাক্ষাৎ—চিত্রনায়ক নাঈম ও নায়িকা শাবনাজ দম্পতির বড় মেয়ে নামিরা নাঈমের সঙ্গে।
নবাববাড়ির মেয়ে হিসেবে নামিরার পরিচয় পেয়ে হানিয়া বেশ চমকিত হন। দুজনের মধ্যে জমে ওঠে প্রাণখোলা আড্ডা।
আড্ডার ফাঁকেই ঝালের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেন হানিয়া। নামিরা জানান, হানিয়া শুটিং সেটে খালি পেটে এসেছিল। এসেই নাগা মরিচ দিয়ে ঝালমুড়ি খেল। এমনকি ফুচকাও খেল তিন-চারটা নাগা মরিচ দিয়ে। আমাদের চোখে পানি আসে, কিন্তু তার কাছে স্বাভাবিক মনে হলো।
আহসান মঞ্জিলে হানিয়াকে নিয়ে ভ্লগিংয়ের শুটিং করছিলেন রাফসান দ্য ছোট ভাই। তার আমন্ত্রণেই ছোট বোনকে সঙ্গে নিয়ে সেখানে যান নামিরা। সেই সূত্রেই হানিয়া ও নামিরার পরিচয় ঘটে।
আড্ডায় দুই দেশের সংস্কৃতি ছাড়াও উঠে আসে পারিবারিক সম্পর্কের প্রসঙ্গ। নামিরা বলেন, আমি নবাববাড়ির মেয়ে জেনে হানিয়া বেশ আগ্রহী হয়ে ওঠে। পাকিস্তানি ডিজাইনার আমির আদনান আর গায়ক-অভিনেতা আলী জাফরের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক আছে শুনে সে অবাক হয়।
হানিয়ার সঙ্গে প্রথম দেখা হওয়ার অভিজ্ঞতা জানাতে গিয়ে নামিরা বলেন, এটা সত্যিই অসাধারণ অভিজ্ঞতা ছিল। হানিয়া খুবই প্রাণখোলা, হাসিখুশি এবং বন্ধুসুলভ একজন মানুষ।


























