রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২১ সেপ্টেম্বর ২০২৫, ১:৪৯ অপরাহ্ন
শেয়ার

সিলেটে ভূকম্পন, কয়েক সেকেন্ডের দুলুনিতে আতঙ্কিত নগরবাসী


 

Earthquake

ফাইল ছবি

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৯ মিনিটে হওয়া এই ভূমিকম্পে কয়েক সেকেন্ড ধরে ভবন কেঁপে ওঠে, ফলে আতঙ্কে মানুষ ঘরবাড়ি ও অফিস থেকে বেরিয়ে আসে।

আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, কম্পনের মাত্রা ছিল ৪ আর এর উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায়।

আরও পড়ুন: দক্ষিণ এশিয়ায় ভূমিকম্প, বাংলাদেশ কেন ঝুঁকিতে

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, ৪ মাত্রার ভূমিকম্পকে হালকা ধরণের হিসেবে ধরা হয়। এতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা না থাকলেও ঝুঁকিপূর্ণ ও দুর্বল কাঠামোয় সামান্য ফাটল বা ক্ষতি হতে পারে। তবে হঠাৎ দুলুনিতে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হওয়াই স্বাভাবিক।