
চীনের সঙ্গে বাফুফের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। শনিবার চীন ও বাংলাদেশের নারী ফুটবল দলের প্রীতি ম্যাচ শেষে তিনি এ কথা বলেন।
তাবিথ আউয়াল বলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনার মধ্যে রয়েছে স্টেডিয়াম অবকাঠামো, ফিজিও সেন্টার বা ট্রমা সেন্টার যেখানে ফুটবলার ইনজুরি বা আঘাত পেলে ভালো পুর্নবাসন হয়। পাশাপাশি ইয়ুথ ডেভেলপমেন্ট এক্সচেঞ্জ। চীন বাংলাদেশে অনেক উন্নয়নমূলক কাজ করছে। আমরা আশা করি সামনে তিনটি বিষয়ে একটি পরিপূর্ণ অবস্থানে পৌঁছাতে পারবো।
প্রীতিম্যাচে বাংলাদেশ চীনের বিশ্ববিদ্যালয় দলের সঙ্গে তিন গোলে হেরেছে। কয়েক মাস পর এশিয়া কাপে চীনকে মোকাবেলা করতে হবে। চীন এশিয়ার বর্তমান চ্যাম্পিয়ন। এ নিয়ে বিচলিত নন বাফুফে সভাপতি।
তিনি বলেন, নির্মম বাস্তবতা হচ্ছে এশিয়া কাপে চীন আমাদের গ্রুপেই পড়েছে। তবে আমরা মনোবল হারাচ্ছি না।