ঢাকাই সিনেমার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি চোখের সমস্যায় ভুগছিলেন। ইতিমধ্যেই তার চোখের একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, ঝন্টুর চোখের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। এ তথ্য নিশ্চিত করে নির্মাতা ও প্রযোজক এম এন ইস্পাহানি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেছেন, দেলোয়ার জাহান ঝন্টু। একজন পরিপূর্ণ সাদা মনের মানুষ। আল্লাহর রহমতে সফলভাবে চোখের অপারেশন সম্পন্ন হয়েছে। দোয়া করবেন।
তার পোস্টে হাসপাতালের শয্যায় শায়িত ঝন্টুর একটি ছবিও প্রকাশ করা হয়, যা দ্রুত সিনেমাপ্রেমীদের নজর কাড়ে। অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া জানিয়েছেন। চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর লিখেছেন, “অনেক দোয়া….”
দেলোয়ার জাহান ঝন্টু চার দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র অঙ্গনে সক্রিয় আছেন। এ পর্যন্ত তিনি ৮৮টি চলচ্চিত্র পরিচালনা করেছেন, যা বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে কোনো একক পরিচালকের পরিচালিত সর্বাধিক চলচ্চিত্র। পাশাপাশি সাড়ে তিন শতাধিক চলচ্চিত্রের কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন তিনি।
বাংলাদেশের চলচ্চিত্রে তিনিই একমাত্র ব্যক্তি, যিনি টাইটেলে সবচেয়ে বেশি পরিচিতি ব্যবহার করেছেন—কাহিনিকার, চিত্রনাট্যকার, সংলাপ রচয়িতা, পরিচালক, গীতিকার, সুরকার, প্রযোজক, চিত্রগ্রাহক, সম্পাদক, সংগীত পরিচালকসহ বহু শাখায় রেখেছেন অবদান।
বর্তমানে তিনি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘অপারেশন জ্যাকপট’ নির্মাণে কাজ করছেন। ছবিটি তিনি নিজেই পরিচালনা করছেন কলকাতার নির্মাতা রাজীব বিশ্বাসকে সঙ্গে নিয়ে। সার্বিক তত্ত্বাবধানে আছেন কিবরিয়া এবং প্রযোজনায় অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী। তবে ঝন্টুর অসুস্থতার কারণে ছবিটির ভবিষ্যৎ আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে।

























