
মাল্টার প্রধানমন্ত্রী রবার্ট অ্যাবেলা
ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ইউরোপিয়ান দ্বীপরাষ্ট্র মাল্টা। রবিবার (২১ সেপ্টেম্বর) দেশটির প্রধানমন্ত্রী রবার্ট অ্যাবেলা এই ঘোষণা দেন। আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তারা আনুষ্ঠানিক ঘোষণা দেবে।
দেশটির প্রধানমন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেছেন, “ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার ও আত্মনিয়ন্ত্রণ নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। মাল্টা সেই প্রচেষ্টার অংশ হতে চায়।”
এর আগে গতকাল যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া এবং আজ ইউরোপের আরেক দেশ পর্তুগাল ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।
জাতিসংঘ সূত্র জানায়, এবারের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়া নিয়ে প্রস্তাব তোলা হতে পারে। যদিও যুক্তরাষ্ট্রসহ কয়েকটি প্রভাবশালী দেশ এ ধরনের উদ্যোগে আপত্তি জানিয়ে আসছে।
বিশ্লেষকরা মনে করছেন, মাল্টার এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে প্রতীকী হলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা মাল্টার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “এটি ন্যায়বিচারের পথে একটি সাহসী পদক্ষেপ।”
ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত কয়েক দশক ধরে চলমান। জাতিসংঘের বিভিন্ন প্রস্তাবে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের কথা উল্লেখ থাকলেও বাস্তবায়ন আজও অধরা। মাল্টার এই স্বীকৃতির মাধ্যমে সে সমাধানের প্রক্রিয়ায় নতুন আশার সঞ্চার হয়েছে বলে পর্যবেক্ষকদের মন্তব্য।