
প্রায় প্রতিবছরের মতো ব্যালন ডি’অর ঘোষণার আগে আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভুয়া তালিকা। সেই তালিকায় দেখা যাচ্ছে- বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের ট্রফি জিতেছেন, পেছনে ফেলেছেন ফেবারিট উসমান দেম্বেলেকে।
ভাইরাল হওয়া তথাকথিত তালিকা অনুযায়ী, ৮০৫ পয়েন্ট পেয়ে ব্যালন ডি’অর জিতেছেন ইয়ামাল। মাত্র পাঁচ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে পিএসজির হয়ে ট্রেবল জেতা দেম্বেলে। আর ৬৪৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে তাঁর সতীর্থ ভিতিনিয়া। শীর্ষ দশে আরও আছেন রাফিনিয়া (বার্সেলোনা), মোহাম্মদ সালাহ (লিভারপুল), নুনো মেন্দেস (পিএসজি), পেদ্রি (বার্সেলোনা), দিজেরে দুয়ে (পিএসজি), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ) ও লাওতারো মার্তিনেজ (ইন্টার মিলান)।
তবে আয়োজক ‘ফ্রেঞ্চ ফুটবল ম্যাগাজিন’ স্পষ্ট করে জানিয়েছে, তালিকাটি ভুয়া। ম্যাগাজিনের প্রধান সম্পাদক ভিনসেন্ট গার্সিয়া বলেছেন, “কেউই আগে থেকে বিজয়ীর নাম জানেন না। পুরস্কার বিতরণের আগে কাউকে সেটা জানানো হয় না। ফলাফল শুধু আমি জানি। মানদণ্ডও পরিষ্কার: ব্যক্তিগত পারফরম্যান্স, শিরোপা, ফেয়ার প্লে ও মাঠের ভেতরে-বাইরে আচরণ।”

ফরাসি দৈনিক লা প্যারিসিয়েন জানিয়েছে, এবারের ব্যালন ডি’অর বিজয়ীর হাতে ট্রফি তুলে দেবেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনিও। তিনিও দর্শকদের সঙ্গে একই সময়ে জানতে পারবেন বিজয়ীর নাম।
সব মিলিয়ে এবারের ব্যালন ডি’অর ঘিরে উত্তেজনা তুঙ্গে। পারফরম্যান্স ও অর্জনের নিরিখে পিএসজি তারকা দেম্বেলেকেই ফেবারিট ধরা হচ্ছে। তবে প্রতিদ্বন্দ্বিতায় আছেন ইয়ামাল ও রাফিনিয়াও। শেষ পর্যন্ত কার হাতে ওঠে সোনালি বল- এখন সেটিই দেখার অপেক্ষা।