
গাজায় ইসরায়েলের নতুন করে তীব্র হামলায় মঙ্গলবার ভোর থেকে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এর মধ্যে গাজা সিটিতেই প্রাণ গেছে ১৮ জনের, আরেকটি এলাকায় নিহত হয়েছেন চারজন। ভারী বোমাবর্ষণের পর আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জ্বালানি সংকটের কারণে কয়েক দিনের মধ্যেই হাসপাতালের গুরুত্বপূর্ণ বিভাগগুলো বন্ধ হয়ে যেতে পারে। এতে অসংখ্য রোগীর জীবন “নিশ্চিত মৃত্যুর” ঝুঁকিতে পড়বে।
গাজায় এ ভয়াবহ হামলার মধ্যেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির পক্ষে আন্তর্জাতিক সমর্থন জোরদার হচ্ছে। সোমবার নিউইয়র্কে সৌদি আরবের সঙ্গে যৌথভাবে আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠকে ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, মোনাকো ও অ্যান্ডোরা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। এর আগে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল একই পদক্ষেপ নেয়।
২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত অন্তত ৬৫ হাজার ৩৮২ ফিলিস্তিনি নিহত ও এক লাখ ৬৬ হাজার ৯৮৫ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও হাজারো মানুষের আটকে থাকার আশঙ্কা রয়েছে।
অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাস-নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে ১,১৩৯ জন নিহত হন এবং প্রায় ২০০ জনকে আটক করা হয়।