রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন
শেয়ার

হাসিনার পরিবারসহ ১১ শিল্পগোষ্ঠীর প্রায় ৪৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ


Sheikh Hasina

প্রধান উপদেষ্টা পরিষদ থেকে অনুমোদিত আদালতের নির্দেশে শেখ হাসিনার পরিবারসহ দেশের শীর্ষ ১১টি শিল্পগোষ্ঠীর বিপুল সম্পদ জব্দ করা হয়েছে। আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) জানিয়েছে, এসব শিল্পগোষ্ঠীর ১ হাজার ৬৭৯ কোটি টাকার ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের পাশাপাশি মোট ৪৬ হাজার ৮০৫ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ কার্যকর করা হয়েছে।

বিএফআইইউ-এর প্রতিবেদন অনুযায়ী, জব্দ করা সম্পদের মধ্যে রয়েছে ৭ হাজার ৭৭৪ কোটি টাকার স্থাবর সম্পত্তি এবং ৩৯ হাজার ৩০ কোটি টাকার অস্থাবর সম্পদ। স্থগিত হওয়া ব্যাংক ও বিও হিসাবগুলোও আদালতের নির্দেশে জব্দ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে শেখ হাসিনার পরিবার ও উল্লিখিত শিল্পগোষ্ঠীগুলোর বিদেশে অর্থ পাচার এবং পাচারকৃত অর্থে সম্পদ গড়ে তোলার অভিযোগ প্রকাশিত হয়। সেই প্রেক্ষিতে ১১টির মধ্যে ১০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতায় তদন্ত চালিয়ে প্রাথমিক প্রতিবেদন তৈরি করেছে বিএফআইইউ।