রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২৫ সেপ্টেম্বর ২০২৫, ৯:০৩ পূর্বাহ্ন
শেয়ার

তৃতীয় সন্তানের মা হলেন রিহানা


Rihana

পপ তারকা ও গীতিকার রিহানা আবারও মাতৃত্বকে আপন করে নিলেন। ৩৭ বছর বয়সী এই তারকা তৃতীয় সন্তানের জন্ম দিয়েছেন। র‌্যাপার এএসএপি রকির সঙ্গে তাঁদের কন্যাসন্তান রকি আইরিশ মেয়ার্স জন্ম নিয়েছে চলতি মাসে। খবর দিয়েছে মার্কিন গণমাধ্যম পিপল।

গত ১৩ সেপ্টেম্বর (২০২৫) জন্ম নেওয়া শিশুর খবর বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন রিহানা। সেখানেই প্রথমবারের মতো মেয়ের কয়েকটি ছবি প্রকাশ করেন তিনি। ছবিতে দেখা যায়, রিহানা নবজাতককে বুকে জড়িয়ে ধরে আছেন। শিশুটি পরেছিল গোলাপি রঙের ওয়ানসিজ। এছাড়া রিহানা শেয়ার করেছেন কন্যার ছোট্ট গোলাপি গ্লাভসের ছবিও।

২০২০ সাল থেকে একসঙ্গে থাকা রিহানা ও রকি চলতি বছরের ৫ মে জানান, তাঁরা তৃতীয় সন্তানের অপেক্ষায় আছেন। নিউইয়র্কের রাস্তায় হাঁটার সময় বেবি বাম্প প্রদর্শন করেন রিহানা। আর ২০২৫ মেট গালার লাল গালিচায় দাঁড়িয়ে খুশির খবরটি নিশ্চিত করেন রকি। এর আগে এই দম্পতির দুই ছেলে- ২০২২ সালে জন্ম নেওয়া আরজেডএ এবং ২০২৩ সালে জন্ম নেওয়া রায়ট।

Rihana

প্রথম গর্ভধারণ পরিকল্পিত না হলেও রিহানা ২০২২ সালে ভোগ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, “আমি ভেবেছিলাম বিয়ে আগে হবে, তারপর সন্তান। কিন্তু কে বলেছে সেটা নিয়ম? আমি কখনোই মাতৃত্বকে পিছনে ফেলতে চাইনি।”

তৃতীয় সন্তানের আগমনে ভীষণ উচ্ছ্বসিত এই দম্পতি। পিপল-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, রিহানা সবসময় বড় পরিবার চেয়েছেন। তাই সন্তানদের বয়স কাছাকাছি হোক, সেটাই চেয়েছিলেন তিনি ও রকি। যেন তারা একসঙ্গে বড় হয়ে উঠতে পারে, ঘনিষ্ঠ বন্ধন তৈরি হয়। সূত্রটি আরও জানায়, “তাদের কাছে এটি এক বিশেষ অধ্যায়। তাঁরা নিজেদের ভীষণ ভাগ্যবান ও কৃতজ্ঞ মনে করছেন।”