
গত বছরের জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ৭ জনকে হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে প্রসিকিউশন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ট্রাইবুনাল-২ এ এই তদন্ত প্রতিবেদন দখিল করা হয়।
অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে ট্রাইব্যুনালে শুনানি হচ্ছে। হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ৮ অভিযোগ এনেছে তদন্ত সংস্থা। প্রসিকিউশন বলছে, তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে।
গত বছরের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন।