
তিনবার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের স্পন্সর হচ্ছে বাংলাদেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। খুব শীঘ্রই এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানা গেছে।
ওয়ালটনের দায়িত্বশীল একটি সূত্র বাংলা টেলিগ্রাফকে বিষয়টির সত্যতা নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে অপারগতা প্রকাশ করে বলেছেন, আজ (বৃহস্পতিবার) আর্জেন্টাইন ফুটবল এসোসিয়েশনের (এএফএ) সঙ্গে আমাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক আছে। বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে বিষয়টি প্রকাশ করা হবে।
এদিকে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অফিসিয়াল ওয়েবসাইটের স্পন্সর ক্যাটাগরিতে ওয়ালটনের লোগো শোভা পাচ্ছে। সেখানে স্পন্সর রিজিওনালস বিভাগে ওয়ালটনের লোগো আছে।
ওয়াটন কোন প্রক্রিয়ায় এবং কিভাবে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সাথে যুক্ত হবে সে বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা না গেলেও আর্জেন্টিনার মতো বিশ্বকাপজয়ী একটি দলের সঙ্গে বাংলাদেশের একটি প্রতিষ্ঠানের সম্পৃক্ততা ইতিমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে।
আপাতত আনুষ্ঠানিক ঘোষণার দিকে চোখ রাখতে হচ্ছে সবাইকে।