রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২৫ সেপ্টেম্বর ২০২৫, ৭:৪৩ অপরাহ্ন
শেয়ার

অ্যাকশন দৃশ্যে বাজিমাত করেছেন বলিউডের যে ৫ অভিনেত্রী


Action-heroine

একসময় বলিউডের নায়িকাদের সীমাবদ্ধ রাখা হতো রোমান্টিক চরিত্র কিংবা নাচ-গানের দৃশ্যে। কিন্তু সময় বদলেছে। এখন পর্দায় তাঁরা আর নায়কের সাহায্যের অপেক্ষায় থাকেন না; বরং নিজেরাই লড়াই করছেন, ঝুঁকিপূর্ণ স্টান্ট করছেন, এমনকি হাতে-হাতের লড়াইয়েও দাপট দেখাচ্ছেন। পুরুষ সহশিল্পীদের সমান তালে টক্কর দিয়ে প্রমাণ করছেন- নায়িকারা শুধু সৌন্দর্যের প্রতীক নন, শক্তি ও আত্মবিশ্বাসের প্রতিচ্ছবিও।

চলুন জেনে নেওয়া যাক সেই পাঁচ বলিউড নায়িকার কথা, যারা নতুনভাবে অ্যাকশনের সংজ্ঞা লিখছেন—

Harnaz

হারনাজ সান্ধু
‘বাঘি ৪’ এর মাধ্যমে বলিউডে আগমনেই চমকে দিয়েছেন সাবেক বিশ্বসুন্দরী হারনাজ। গ্ল্যামার নির্ভর চরিত্রে নয়, বরং অ্যাকশন-পূর্ণ ঝুঁকিপূর্ণ চরিত্রে আত্মপ্রকাশ করে নজর কেড়েছেন তিনি। গুলি, প্রতারণা আর দুঃসাহসী স্টান্টে ভরপুর চরিত্রে তাঁর তেজী উপস্থিতি প্রমাণ করে দিয়েছে তিনি শুধু আলো ছড়াতে আসেননি, গর্জে উঠতেও এসেছেন।

Kiara

কিয়ারা আদভানি
যশরাজ ফিল্মসের জনপ্রিয় ‘স্পাই ইউনিভার্স’ এ যোগ দিয়েছেন কিয়ারা। ‘ওয়ার ২’ এ হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরের বিপরীতে তিনি কেবল প্রেমিকার ভূমিকায় সীমাবদ্ধ ছিলেন না; বরং অ্যাকশন দৃশ্যে সমানভাবে নিজের দক্ষতা দেখিয়েছেন। বড় আকারের সিকোয়েন্স ও চমৎকার কোরিওগ্রাফি কিয়ারার ক্যারিয়ারকে নতুন মাত্রা দিয়েছে।

Dipika

দীপিকা পাড়ুকোন
‘পাঠান’ ছবিতে আইএসআই এজেন্ট রুবিনার চরিত্রে দীপিকা মুগ্ধ করেছেন দর্শকদের। শাহরুখ খানের বিপরীতে উচ্চ ঝুঁকিপূর্ণ স্টান্ট, হাতে-হাতের লড়াই ও সাহসী লাফঝাঁপে অনবদ্য ছিলেন তিনি। দীপিকা প্রমাণ করেছেন- নারীরা চাইলে অ্যাকশন দৃশ্যে পুরুষদের সমান কিংবা কখনো কখনো তাদের ছাপিয়েও যেতে পারেন।

Katrina

ক্যাটরিনা কাইফ
টাইগার সিরিজে জোয়ার চরিত্রে অভিনয় করে বলিউডের অন্যতম শীর্ষ অ্যাকশন নায়িকা হয়ে উঠেছেন ক্যাটরিনা। ‘টাইগার জিন্দা হ্যায়’ এর হাসপাতাল ফাইট দৃশ্য আজও আইকনিক। ‘টাইগার ৩’ তে আরও উন্নত ট্রেনিং নিয়ে মিশেল লি’র স্টান্ট টিম ও টাইগার শ্রফের গাইডেন্সে নিজের অ্যাকশনকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন তিনি। সৌন্দর্য আর দৃঢ়তার মিশেলে ক্যাটরিনা এখন বলিউডের সবচেয়ে নির্ভরযোগ্য অ্যাকশন তারকা।

Priyanka

প্রিয়াঙ্কা চোপড়া জোনাস
‘ডন’ থেকে শুরু করে আন্তর্জাতিক সিরিজ ‘সিটাডেল’ প্রিয়াঙ্কা ধীরে ধীরে গড়ে তুলেছেন অ্যাকশন-পাওয়ারহাউসের খ্যাতি। জটিল স্টান্ট ও যুদ্ধদৃশ্যে তাঁর দক্ষতা তাঁকে নিয়ে গেছে বৈশ্বিক অঙ্গনে। নিজের স্টান্ট নিজেই করার জন্য পরিচিত প্রিয়াঙ্কা এখনো অনুপ্রেরণা হয়ে আছেন, তিনি প্রমাণ করে দিয়েছেন বলিউডের নায়িকারাও হতে পারেন বিশ্বমানের অ্যাকশন আইকন।

এই পাঁচ তারকা শুধু সিনেমায় চরিত্র নয়, নতুন বাস্তবতা তৈরি করছেন। তাঁদের সাহস, দৃঢ়তা আর অ্যাকশন-ভরা ক্যারিশমা দেখাচ্ছে- নায়িকারা উদ্ধার হওয়ার অপেক্ষায় থাকেন না, বরং নিজেরাই লড়াইয়ের নেতৃত্ব দেন।

সূত্র: ডিএনএ ইন্ডিয়া