
নতুন চমক নিয়ে আসছেন আলোচিত ৫ কোরীয় অভিনেত্রী
দক্ষিণ কোরিয়ার বিনোদন জগৎ গত এক দশকে যেভাবে বিশ্বকে মুগ্ধ করেছে, তার অন্যতম প্রধান শক্তি দেশের একঝাঁক জনপ্রিয় অভিনেত্রী। সম্প্রতি দেশটির শীর্ষস্থানীয় বিনোদন সংস্থা ‘কাকাও এন্টারটেইনমেন্ট’ তাদের শরৎকালীন প্রকল্পে ‘কে–ড্রামার রানিরা ফিরছেন’ শিরোনামে পাঁচ তারকা অভিনেত্রীর নতুন কাজের ঘোষণা দিয়েছে। এ লাইনআপে রয়েছেন কিম গো–ইউন, সুজি, হান হিও–জু, আইইউ এবং পার্ক বো–ইয়ং।
কিম গো–ইউন: সাহসী চরিত্রে নতুনভাবে
‘গবলিন’ দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া কিম গো–ইউন বর্তমানে আলোচনায় আছেন নেটফ্লিক্স সিরিজ ‘ইউ অ্যান্ড এভরিথিং এলস’–এর কারণে। ১২ সেপ্টেম্বর মুক্তি পাওয়া সিরিজটি ইতিমধ্যেই ১৪টি দেশের টপ ১০ তালিকায় জায়গা করে নিয়েছে। শিগগিরই তাঁকে দেখা যাবে আরও একটি নেটফ্লিক্স সিরিজ ‘দ্য প্রাইস অব কনফেশনস’–এ, যেখানে তিনি অভিনয় করবেন রহস্যময় ‘ডাইনি’ চরিত্রে।
সুজি: ফ্যান্টাসি রোমান্সে দর্শকদের মন জয়
‘মিস এ’ ব্যান্ডের সাবেক গায়িকা সুজি এখন কোরিয়ার রোমান্টিক–কমেডি ঘরানার জনপ্রিয় নাম। আগামী ৩ অক্টোবর নেটফ্লিক্স সিরিজ ‘জিনি, মেক আ উইশ’–এ দেখা যাবে তাঁকে। পাশাপাশি তিনি অভিনয় করছেন ‘সেভেন ও’ক্লক ব্রেকফাস্ট ক্লাব ফর দ্য ব্রোকেনহার্টেড’ সিনেমায়, যা বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে স্থান পেয়েছে।
হান হিও–জু: রোমান্সে ফিরছেন
ঐতিহাসিক ড্রামা থেকে সায়েন্স ফিকশন—সব ক্ষেত্রেই দক্ষতা দেখানো হান হিও–জু এবার আসছেন নেটফ্লিক্স সিরিজ ‘রোমান্টিকস অ্যানোনিমাস’–এ। ১৬ অক্টোবর মুক্তি পেতে যাওয়া কোরিয়ান–জাপানি এ সিরিজে তিনি অভিনয় করবেন একজন প্রতিভাবান চকলেট ব্যবসায়ীর চরিত্রে।
আইইউ: গান থেকে অভিনয়ে সাফল্যের ধারাবাহিকতা
গায়িকা হিসেবে খ্যাতি পেলেও আইইউ অভিনয়েও দেখিয়েছেন অসাধারণ নৈপুণ্য। ‘মাই মিস্টার’ ও ‘হোটেল ডেল লুনা’–তে আলোচনায় আসা এ তারকাকে সামনে দেখা যাবে এমবিসির নতুন সিরিজে। সম্ভাব্য নাম ‘টোয়েন্টিফার্স্ট সেঞ্চুরি গ্র্যান্ড প্রিন্স’স ওয়াইফ’, যেখানে তিনি অভিনয় করবেন উচ্চাকাঙ্ক্ষী ধনী পরিবারের মেয়ের চরিত্রে।
পার্ক বো–ইয়ং: নতুন বছরে নতুন সিরিজ
‘স্ট্রং ওম্যান দু বং–সুন’ দিয়ে দর্শকের মনে জায়গা করে নেওয়া পার্ক বো–ইয়ং সম্প্রতি আলোচিত হন টিভিএনের ‘আওয়ার আনরাইটেড সিউল’ সিরিজে। আগামী বছর তিনি আসছেন ডিজনি প্লাসের নতুন সিরিজ ‘গোল্ড ল্যান্ড’–এ, যেখানে তাঁকে দেখা যাবে এক বিমানবন্দর নিরাপত্তা কর্মকর্তার ভূমিকায়, যিনি জড়িয়ে পড়েন সোনা চোরাচালান চক্রে।
জনপ্রিয় এই পাঁচ তারকা অভিনেত্রীর নতুন কাজ দর্শকদের জন্য নিঃসন্দেহে বড়সড় চমক হয়ে আসবে।
তথ্যসূত্র: কোরিয়া টাইমস



























