
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পশ্চিম তীর দখল করতে দেবেন না। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন যে গাজা নিয়ে একটি সমঝোতা শিগগিরই হতে পারে।
হোয়াইট হাউসে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, “আমি ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না। এটা কোনোভাবেই ঘটবে না।” বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহুর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণের আগেই এ মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প আরও জানান, তিনি আগামী সোমবার নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন। এর আগে গত বৃহস্পতিবার তিনি বলেছিলেন যে গাজা নিয়ে একটি ভালো সমঝোতা ‘‘প্রায় কাছাকাছি’’ এসেছে এবং সম্ভবত শান্তিও হতে পারে।
বিবিসি বলেছে, গাজা যুদ্ধ বন্ধ ও পশ্চিম তীরের ওপর দখলদারিত্বে সমাপ্তি ঘটানোর জন্য ইসরায়েলের ওপর বৈশ্বিক চাপ বাড়ছে। পশ্চিমা দেশগুলো একে একে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে- তবে নেতানিয়াহুর ডানপন্থি জোটের উগ্র জাতীয়তাবাদীরা পশ্চিম তীর দখলকে স্থায়ী সমাধান হিসেবে দেখছে।
যুক্তরাজ্য ও জার্মানি ইতোমধ্যে ইসরায়েলকে পশ্চিম তীর দখলের সম্ভাব্য পরিণতি নিয়ে সতর্কবার্তা দিয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও সোমবার নিউইয়র্কে বলেছেন, পশ্চিম তীর দখল ‘‘নৈতিক, আইনগত ও রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য’’ হবে।
অন্যদিকে জাতিসংঘের সাধারণ পরিষদে ভিডিও কলে ভাষণ দেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ৮৯ বছর বয়সী আব্বাসকে নিউইয়র্ক সফরের অনুমতি না হওয়ায় তিনি ট্রাভেল করতে পারেননি এবং তাই ভিডিওর মাধ্যমে বক্তব্য রাখেন।
আব্বাস তার বক্তব্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানকারী দেশগুলোকে ধন্যবাদ জানান। তিনি জোর দিয়ে বলেন, গাজা ও পশ্চিম তীর নিয়ে ভবিষ্যৎ শাসনব্যবস্থায় হামাসের কোনো ভূমিকা থাকবে না। আব্বাস উল্লেখ করেন যে ইসরায়েলি সেনারা যদি প্রত্যাহার করে, তবে গাজার পূর্ণ দায়িত্ব একটি ফিলিস্তিনি রাষ্ট্রই নেবে ও পশ্চিম তীরের সঙ্গে তা সংযুক্ত হবে।
তবে হোয়াইট হাউস এখনও আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি; ওয়াশিংটনের মত, তা হলে তা হামাসকে পুরস্কৃত করার সমতুল্য হতে পারে- এমন আশঙ্কা রয়েছে।
এমন অবস্থায় মধ্যপ্রাচ্যে শান্তি, গাজা যুদ্ধবিরতি ও পশ্চিম তীরের ভবিষ্যৎ- এই তিনটি ইস্যু আগামী দিনগুলোতে আন্তর্জাতিক কূটনীতি ও অঞ্চলের রাজনৈতিক প্রতিক্রিয়ার কেন্দ্রে থাকবে বলে বিশ্লেষকরা মনে করছেন।