
ফাইল ছবি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রাজধানী ঢাকায় র্যাবের ৯৪টি টহল দল এবং সারাদেশে মোট ২৮১টি টহল দল মোতায়েন করা হয়েছে।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গতকাল বৃহস্পতিবার থেকে শুরু করে আগামী ৩ অক্টোবর পর্যন্ত পূজামণ্ডপকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে।
র্যাবের তথ্যমতে, এবারের দুর্গাপূজায় সারাদেশে ৩১ হাজার ৫২৬টি পূজামণ্ডপ স্থাপন করা হয়েছে। এসব মণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি ব্যাটালিয়ন তাদের নিজস্ব নিয়ন্ত্রণকক্ষ থেকে স্থানীয় পূজা কমিটি, জনপ্রতিনিধি এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুর্গাপূজা ঘিরে কেউ যদি নাশকতার চেষ্টা করে বা সন্দেহজনক কোনো কার্যকলাপ লক্ষ্য করে, তবে তা অবিলম্বে র্যাবকে জানানোর আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো সহযোগিতার জন্য র্যাবের কন্ট্রোল রুম এবং প্রতিটি জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে সরাসরি মুঠোফোনে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, ধর্মীয় উৎসবকে শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।