
বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদক জিতেছে কিরগিজিস্তানের চলচ্চিত্র ‘কুরাক’। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্রটির পরিচালক এরকে ঝুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
দক্ষিণ কোরিয়ার বুসান শহরে গত ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
চলতি বছর থেকে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে এই পুরস্কার প্রবর্তন করা হয়। সামাজিক ন্যায়বিচার, বাকস্বাধীনতা, নাগরিক অধিকার ও অসাম্যের বিরুদ্ধে সংগ্রামের মতো বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে পুরস্কারটি প্রদান করা হচ্ছে। পুরস্কারের অর্থমূল্য ১ লাখ ওন।
কুরাক শুরু হয় ২০২০ সালে বিশকেকের নারী বিক্ষোভের দৃশ্য দিয়ে, যেখানে পুলিশের গ্রেফতার ও পুরুষদের হামলায় সমাবেশ ভেঙে যায়। সেখান থেকে গল্প প্রবাহিত হয় দুই তরুণী—গোপনে ওয়েবক্যাম মডেল মীরিম এবং সদ্য প্রেমে পড়া নারগিজার জীবনে। তাদের কাহিনীর সঙ্গে মিশে গেছে নারীর অধিকার আন্দোলন, পারফরম্যান্স আর্ট ও প্রদর্শনীর আর্কাইভ ফুটেজ। নামের মতোই—কুরাক (কিরগিজ ভাষায় প্যাচওয়ার্ক)—চলচ্চিত্রটি দেখায় ভিন্ন ভিন্ন নারীর কণ্ঠস্বর কীভাবে একত্রে মিলে নিপীড়নের দেয়াল ভেদ করে তোলে প্রতিরোধের আওয়াজ।



























