
লালনগীতির কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনকে স্মরণে ময়মনসিংহ নগরের ব্রহ্মপুত্র নদের পাড়ে এক অনন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত জয়নুল আবেদিন উদ্যানসংলগ্ন বড়ইতলায় সাংস্কৃতিক সংগঠন ‘পরম্পরা’র আয়োজনে এ স্মরণানুষ্ঠান হয়।
বড়ই গাছের ছায়ায় সাদা কাপড় পেতে শিল্পীরা পরিবেশন করেন লালনগীতি। তবে অনুষ্ঠানটি কেবল সংগীত পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, যুক্ত হয়েছে প্রতীকী প্রতিবাদও। সম্প্রতি তারাকান্দার কাশিগঞ্জ বাজারে হালিম উদ্দিন আকন্দ নামে এক ব্যক্তির চুল জোর করে কেটে দেওয়ার ঘটনার প্রতিবাদে আয়োজক শামীম আশরাফের চুল প্রতীকীভাবে কেটে দেন সংস্কৃতিকর্মীরা। তাদের ভাষ্যে, এটি ছিল ব্যক্তিগত স্বাধীনতা ও সংস্কৃতির ওপর আঘাতের বিরুদ্ধে এক শক্তিশালী বার্তা।
অনুষ্ঠানের একটি ব্যানারে লেখা ছিল, ‘আল্লাহ তুই দেহিস: মাজার ভাঙার সংস্কৃতিতে আঘাত, মানুষের ওপর অত্যাচারকারীদের ঘৃণা।’
অনুষ্ঠানের উদ্যোক্তা শামীম আশরাফ বলেন, “লালনকন্যা ফরিদা পারভীনের মহাপ্রয়াণে দেশে বড় কোনো আয়োজন হয়নি। তাই আমরা তাকে স্মরণ করার পাশাপাশি সংস্কৃতিতে আঘাত ও মানুষের ওপর অত্যাচারকারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই ক্ষুদ্র আয়োজন করেছি।”
গবেষক স্বপন ধর অনুষ্ঠানে বলেন, “লালন মানবতাবাদের বাণী ছড়িয়ে গেছেন। মানুষ জন্ম না নিলে পৃথিবীর কোনো কিছুই অর্থবহ হতো না। সংকীর্ণ চিন্তাধারার বিরুদ্ধে মানবতাবাদের এই বার্তাই যুগে যুগে জোয়ারের মতো ভেসে এসেছে।”
সংস্কৃতিকর্মীরা জানান, ফরিদা পারভীনের প্রতি শ্রদ্ধা জানানো এবং লালনের বাণীকে ধারণ করার পাশাপাশি সমাজে বিদ্যমান সহিংসতা ও সংস্কৃতিবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান জানাতেই ‘পরম্পরা’র এই আয়োজন।