
সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাজধানীর গুলশান-১ এলাকার একটি বাসায় কাউন্টার টেররিজম ইউনিট ও থানা-পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। বর্তমানে তিনি গুলশান থানায় রয়েছেন।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার শাহেদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি আরও জানান, শাহেদের বিরুদ্ধে গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। এছাড়া মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলাও দায়ের করা আছে।