
ভারতের তামিলনাড়ুর কারুর জেলায় রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। মৃতদের মধ্যে ১০ শিশু এবং ১৬ জন নারী রয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ৪৬ জন, যাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তামিলাগা ভেটরি কাজাগমে (টিভিকে) দলের প্রধান ও জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, “আমার হৃদয় ভেঙে গেছে; আমি অসহনীয়, ভাষায় বর্ণনা করা যায় না এমন যন্ত্রণা ও শোকে কাতর। কারুরে প্রাণ হারানো আমার প্রিয় ভাই-বোনদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশে নিহত প্রাপ্তবয়স্করা সবাই টিভিকে সমর্থক ছিলেন। সকাল থেকে তারা সেখানে জড়ো হয়েছিলেন এবং প্রায় ছয় ঘণ্টা অপেক্ষা করেছিলেন। কিন্তু বিজয়ের আগমন বিলম্বিত হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পদদলনের ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রামানিয়ান দ্রুত করুরে পৌঁছান। এদিকে মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন জেলা প্রশাসক ভি. সেথিলবালাজিকে পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন।
সূত্র: এনডিটিভি

























