রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ২৮ সেপ্টেম্বর ২০২৫, ৭:৫৪ অপরাহ্ন
শেয়ার

সেপ্টেম্বরের ২৭ দিনে রেমিট্যান্স এলো ২৩৪ কোটি ২০ লাখ ডলার


remittance

ফাইল ছবি

চলতি সেপ্টেম্বরের ২৭ দিনে রেমিট্যান্স এসেছে ২৩৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৮ হাজার ৫১৫ কোটি টাকা (প্রতি ডলার ১২১.৭৫ টাকা ধরে)। রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

গত বছরের একই সময়ে (২৭ দিন) প্রবাসী আয় এসেছিল ২০৯ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ এ বছর সেপ্টেম্বরের ২৭ দিনে রেমিট্যান্স বেড়েছে প্রায় ১২ শতাংশ। আগের মাস আগস্টের একই সময়ে আয় হয়েছিল ২১৭ কোটি ৯৭ লাখ ডলার।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বরের ২৭ দিন পর্যন্ত দেশে প্রবাসী আয় এসেছে ৭২৪ কোটি ২০ লাখ ডলার। গত বছরের একই সময়ে আয় হয়েছিল ৬২৩ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ এ বছর দুই মাস ২৭ দিনে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২৬.২ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, সেপ্টেম্বরের ২৭ দিনে সর্বাধিক রেমিট্যান্স এসেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে, যার পরিমাণ ১৭৩ কোটি ৬১ লাখ ডলার। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৮ কোটি ৬৩ লাখ ডলার এবং বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২১ কোটি ৪৩ লাখ ডলার। তুলনামূলকভাবে কম, মাত্র ৫৩ লাখ ডলার এসেছে বিদেশি ব্যাংকের মাধ্যমে।