
ভারতের জনপ্রিয় অভিনেতা ও নবীন রাজনীতিক থালাপতি বিজয়ের রাজনৈতিক যাত্রা ভয়াবহ এক দুর্ঘটনায় কালো অধ্যায়ে ঢেকে গেল। গত শনিবার তামিলনাড়ুর কারুর জেলায় তার সমাবেশে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৯ জন। নিহতদের মধ্যে রয়েছেন ১৬ নারী ও ১০ শিশু। আরও অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রমানিয়ান।
দুর্ঘটনার পর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দক্ষিণ ভারতের রাজনীতিতে শোকের ছায়া নেমে এসেছে এ ঘটনার পর।
থালাপতি বিজয় নিজেও এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, “এটি এমন এক যন্ত্রণা, যা ভাষায় প্রকাশ করা যায় না। প্রাণ হারানো প্রিয় ভাই-বোনদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
শোকবার্তার পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি আর্থিক সহায়তার হাতও বাড়িয়েছেন এই তারকা রাজনীতিক। সমাবেশে প্রাণ হারানো প্রতিটি পরিবারের জন্য ২০ লাখ রুপি এবং আহতদের জন্য ২ লাখ রুপি সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি।
বিজয়ের ভাষায়, “এটি অপূরণীয় ক্ষতি। অর্থের পরিমাণ হয়তো অতি নগণ্য, কিন্তু পরিবারের একজন সদস্য হিসেবে তাঁদের পাশে দাঁড়ানোই আমার দায়িত্ব।”
সূত্র: এনডিটিভি

























