রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৫ সেপ্টেম্বর ২০১৪, ১:০৯ অপরাহ্ন
শেয়ার

নোয়াখালীতে রেলে কাটা পড়ে তিনজনের মৃত্যু


railনোয়াখালীতে পৃথক তিনটি স্থানে গত দুইদিনে রেলে কাটা পড়ে তিনজন নিহত হয়েছে। জেলার সোনাপুর-লাকসাম রেললাইনের নোয়াখালী অংশে এ ঘটনা ঘটে।

স্থানী সূত্রে জানা যায়, বুধবার রাতে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর টক্কাপোল এলাকায় একটি লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত (৩৩) এক শ্রমিক নিহত হয়।

এর আগে, একইদিন সকালে সোনাইমুড়ী উপজেলার বগাদিয়ার খেয়াঘাট এলাকায় নোয়াখালী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক যুবতী (২৫) মারা যায়।

এদিকে, মঙ্গলবার সকালে চৌমুহনী রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের নিচে লাফ দিয়ে আত্মহত্যা করেন খোকন (৩০) নামে এক মাছ ব্যবসায়ী। নিহত খোকন জেলার বেগমগঞ্জ উপজেলার দূর্গপার ইউনিয়নের লক্ষীনারায়ণপুর গ্রামের মিয়ারপোল এলাকার বাসিন্দা।

রেলে কাটা পড়ে তিনজনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে চৌমুহনী রেলওয়ে স্টেশন মাস্টার আসাদুজ্জামান জানান, অজ্ঞাত দিনমজুর ও যুবতীর পরিচয় এখনো পাওয়া যায়নি। উভয়ের লাশ লাকসাম জিআরপি থানা পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

তা ছাড়া খোকনের পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায়, ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হন্তান্তর করা হয়েছে।