
মামুনুর রশীদ
জাতীয় পার্টির রওশন এরশাদপন্থি অংশের মহাসচিব কাজী মামুনুর রশীদকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর গুলশান এলাকায় হোটেল ওয়েস্টিনের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সোমবার সকালে ডিবির যুগ্ম কমিশনার (প্রশাসন) মোহাম্মদ নাসিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামুনুর রশীদের বিরুদ্ধে চলমান একাধিক মামলার আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করা হবে।
এর আগে গত বছরের ৪ নভেম্বর এক ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে পাঠানো হয় মামুনুর রশীদকে। পরে তিনি জামিনে মুক্তি পান। পাশাপাশি জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডসহ একাধিক মামলায় তার নাম রয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে।