
তামিলনাড়ুর কারুরে শনিবার অনুষ্ঠিত জনসভায় পদদলিত হয়ে ৪০ জন নিহত হওয়ার ঘটনায় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার বার্তা সংস্থা রয়টার্সকে স্থানীয় পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, নিহতদের ঘটনায় বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে)-এর শীর্ষ নেতাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হয়েছে। থালাপতি বিজয় দলের সভাপতি। এছাড়া মামলায় অভিযুক্ত অন্যরা হলেন বুসসি আনন্দ, নিরমল কুমার ও ভি.পি. মাথিয়ালাগান। তাদের বিরুদ্ধে অভিযোগ, টিভিকে পুলিশ কর্তৃক দেওয়া শর্ত ভঙ্গ করেছে এবং কোনো নিয়ম মানেনি।
বিধানসভা নির্বাচনের আগে টিভিকে জনসভা আয়োজন করে। সভাস্থলে পদদলিত হয়ে নিহত হন ৪০ জন, যার মধ্যে ১৭ জন নারী ও ৯টি শিশু রয়েছে। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫০-এর বেশি ব্যক্তি। পুলিশ বলেছে, সভায় অনুমোদিত জনসংখ্যা ছিল ১০ হাজার, কিন্তু উপস্থিতি ছিল দ্বিগুণেরও বেশি।
কয়েকজনের অভিযোগ, থালাপতি বিজয় দেরিতে সভাস্থলে পৌঁছান। অনেক মানুষ সারাদিন অপেক্ষা করেন। সন্ধ্যায় মঞ্চে ওঠার পর উপস্থিতরা ব্যারিকেডের দিকে এগিয়ে গেলে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং পদদলনের ঘটনা ঘটে।
থালাপতি বিজয় নিজের এক্স হ্যান্ডেলে হতাহতের জন্য শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “এটি এমন এক যন্ত্রণা, যা ভাষায় প্রকাশ করা যায় না। প্রাণ হারানো প্রিয় ভাই-বোনদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
তিনি নিহত প্রত্যেকের পরিবারকে ২০ লাখ রুপি এবং আহতদের জন্য ২ লাখ রুপি করে সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন।



























