রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
প্রবাস ডেস্ক প্রবাস ৩০ সেপ্টেম্বর ২০২৫, ৯:১৬ পূর্বাহ্ন
শেয়ার

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত


liton

নিহত লিটন চন্দ্র দাস

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় লিটন চন্দ্র দাস (৪২) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। তিনি ভৈরবের সাদেকপুর গ্রামের রঞ্জিত চন্দ্র দাসের ছেলে। একমাত্র উপার্জনকারী ছেলেকে হারিয়ে শোকে পাগলপ্রায় তার পরিবার।

রোববার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে ৪টার দিকে মালয়েশিয়ার জহর বাহরু শহরে এ দুর্ঘটনা ঘটে।

পরিবারের বরাতে জানা গেছে, প্রায় ১০ বছর আগে জীবিকার তাগিদে লিটন মালয়েশিয়া যান। সেখানে তিনি একটি মুদি দোকান চালাতেন। সেদিন বিকেলে দোকানের মাল আনতে গিয়ে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহতের ছোট ভাই সম্পদ চন্দ্র দাস জানান, প্রতিদিনের মতোই তিনি দোকানের মাল আনতে বের হয়েছিলেন। কিন্তু সড়ক পার হওয়ার সময় দুর্ঘটনায় প্রাণ হারান।

এ বিষয়ে ভৈরব থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানি বলেন, ঘটনাটি সম্পর্কে আগে জানতাম না। এখন অবগত হলাম, পরিবার চাইলে প্রয়োজনীয় আইনগত সহায়তা দেওয়া হবে।