
ফাইল ছবি
দক্ষিণ কোরিয়ার ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (ইউএসটি) আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশসহ বিশ্বের সব দেশের শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১৬ অক্টোবর ২০২৫।
কী থাকছে স্কলারশিপে: প্রতি বছর প্রায় ৩০০ শিক্ষার্থীকে এ স্কলারশিপ দেওয়া হয়। এটি দক্ষিণ কোরিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা বৃত্তি, যা বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার সুযোগ করে দেয়। মাস্টার্স শিক্ষার্থীরা মাসে ১৪ লাখ ৩০ হাজার কোরিয়ান উন ভাতা পাবেন। পিএইচডি শিক্ষার্থীরা মাসে ১৯ লাখ উন পর্যন্ত সুবিধা পাবেন। সম্পূর্ণ বা আংশিক টিউশন ফি মওকুফ। স্বাস্থ্যবিমা, মেডিকেল চেকআপ, কাউন্সেলিং, ই-লাইব্রেরি সুবিধা। দুর্ঘটনা সহায়তা। বিনামূল্যে কোরিয়ান ভাষা শেখার সুযোগ।
আবেদনের যোগ্যতা:
—যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন (কোরিয়ান নাগরিক বাদে)।
—মাস্টার্সে আবেদন করতে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
—পিএইচডিতে আবেদন করতে মাস্টার্স ডিগ্রি বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
—শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে এবং নেতৃত্বগুণ থাকতে হবে।
—ভালো একাডেমিক ফলাফল।
—ইংরেজি দক্ষতার সনদ (আইইএলটিএস/টোয়েফল ইত্যাদি)।
—নেতৃত্বগুণকে বিশেষভাবে মূল্যায়ন করা হবে।
প্রয়োজনীয় কাগজপত্র:
—স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং ট্রান্সক্রিপ্ট।
—মাস্টার্স থিসিস (পিএইচডি আবেদনকারীদের জন্য)।
—স্টাডি প্ল্যান ও সুপারিশপত্র।
—ইংরেজিতে দক্ষতার প্রমাণপত্র (আইএলটিএস, টোয়েফল, ইত্যাদি)।
—গবেষণা প্রস্তাব (Research Proposal)
—পাসপোর্টের কপি ও ছবি
আবেদনপ্রক্রিয়া: আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। এজন্য ইউএসটির অফিসিয়াল ওয়েবসাইটে (https://admission.ust.ac.kr/) অ্যাকাউন্ট খুলে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৩০ মার্কিন ডলার বা ৩৫ হাজার কোরিয়ান উন।
আবেদনের সময়সীমা: আবেদন শুরু হয়েছে ২২ সেপ্টেম্বর। আগ্রহীরা আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।